মারিশদা: রাতারাতি লাখোপতি। সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত হতে না পেরেই আত্মঘাতী হল এক ব্যবসায়ী। অনলাইন প্রতারণা খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন ব্যবসায়ী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার মশাগাঁ এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তি শ্রীকান্ত ওঝা। পাশাপাশি ওই ব্যক্তির কাছ থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোট ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা মশগাঁ বাসিন্দা শ্রীকান্ত ওঝা গত কয়েকদিন আগে লটারিতে ৪০ লক্ষ টাকা জিতেছেন। তারপরে লাখোপতি হওয়ার স্বপ্ন জাগে শ্রীকান্ত সহ তার পরিবারের সদস্যদের৷ ৪০ লক্ষ টাকা পাওয়ার আশায় দফায় দফায় ১৭ লক্ষ টাকা পাঠিয়ে দেয় শ্রীকান্ত বলে পরিবারের দাবি। এরপর জমি জায়গা বিক্রি করে দেন। তারপরেও কোন টাকা পায়নি। তারপরেই পরিবারের সদস্যদের গঞ্জানা মুখে পড়তে হয় শ্রীকান্তকে। শনিবার রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমাতে চলে যান। কিন্তু শ্রীকান্ত ঘুমাতে না গিয়ে বাড়ির পাশে গাছের লাইলন দড়ি দিয়ে ঝুলে পড়ে শ্রীকান্ত। রবিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি নজরে আসে। ঘটনার খবর পেয়ে হাজির হয় মারিশদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের সময় পকেট থেকে উদ্ধারের সুইসাইড নোট। তারপরেই এই ঘটনা প্রকাশ্যে আসে।
মৃত শ্রীকান্ত এক পরিবারের সদস্য বলেন, “অনলাইনে লটারি লেগেছে বলে জমি বিক্রি করে কয়েক লক্ষ টাকা পাঠিয়ে ছিল। প্রতারিত হয়েছে বুঝতে পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয়৷ ” মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু বলেন ” মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমার করতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে এলে কারণ পরিষ্কার হবে। সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেটা ধরেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷”