রায়গঞ্জ: শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অভিযোগে জুতোর দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করল জেলা প্রশাসন। রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকার ঘটনা।
জানা গিয়েছে, শুক্রবার বিকেলে মোহনবাটি এলাকার বাণিজ্য ভবন লাগোয়া জুতোর দোকানের মালিক মিন্টু পালকে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়। মিন্টু বাবুর বাড়ি রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকায়। দোকানে কর্মরত রাজ পাশওয়ান(১০) ও মায়াঙ্ক মাহাতো (১৩) নামে দুই শিশু শ্রমিককে চাইল্ড লাইনের আধিকারিক সুব্রত সাহা রায়গঞ্জ থানায় পুলিশের হাতে তুলে দেন। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান অসীম রায় বলেন, ‘ওই দুই শিশু শ্রমিককে হোমে রেখে পড়ানোর ব্যবস্থা করা হবে। পড়াশোনা সহ যাবতীয় খরচ বহন করবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি।’