পটাশপুর: শব্দবাজি বিক্রি করার পর রাজ্য সরকার করা নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে শব্দবাজি বিক্রি করার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যবসায়ীকে পাকড়াও করল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খাড়বাজার এলাকায়।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যবসায়ীর নাম মধুসূদন দত্ত। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলা সবং থানা দারিয়া গ্রামের। মঙ্গলবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে বাসিন্দা হলেও পূর্ব মেদিনীপুরে পটাশপুরে অস্থায়ী গুমটি ফেলে বেআইনিভাবে বাজি বিক্রি করছিল ওই ব্যবসায়ী। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় হানা দেয়। কয়েক লক্ষ টাকা বাজি সহ অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে। অবৈধ শব্দবাজি বিক্রির বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে পটাশপুর থানা সূত্রে জানানো হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
পটাশপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দীপক চক্রবর্তী বলেন, “অবৈধভাবে দীর্ঘদিন ধরে শব্দবাজি বিক্রি করছিল ওই ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বাজি তৈরির মশলা ও বাজি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে৷’’