কলকাতা: এক সপ্তাহ পর অবশেষে আন্দোলন থেকে পিছু হটল বাস কর্মীরা। দুর্গাপুরে এসবিএসটিসি’র আন্দোলন প্রত্যাহার। অস্থায়ী বাস কর্মীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বলেই জানা গিয়েছে। এসবিএসটিসি’র অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে গত কয়েক দিন ধরে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের৷ তবে পুজোর পর ছুটি সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে আলোচনার আশ্বাস দেন রাজ্যের পরিবহণমন্ত্রী৷ সেই সময় শুধু দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন- কয়লা পাচারে লালাকে মদতের অভিযোগ! IPS আকাশ মাঘারিয়ার তলব করল ইডি
পুজোর মুখে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন চলছিল অস্থায়ী বাস কর্মীদের। অস্থায়ী কর্মীদের অভিযোগ ছিল, তাঁরা ঠিকমতো ডিউটি পাচ্ছেন না। নিয়মিত ডিউটি না পাওয়ার ফলে, তাঁদের বেতনও কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বেতন বৃদ্ধি এবং নিয়মিত ডিউটির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এসবিএসটিসির অস্থায়ী বাস পরিবহম কর্মীরা। জেলায় জেলায় একই চিত্র ধরা পড়েছিল। অবশেষে সেই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হল। ফলে অগণিত যাত্রীরা স্বস্তি পেল।
আগেই লাগাতার আন্দোলমনের মধ্যেই বড় ঘোষণা করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ অস্থায়ী কর্মীদের দাবি মেনে নিয়ে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে কর্তৃপক্ষের দাবি ছিল, বিছিন্নতাবাদীরা মদতে এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীরা আন্দোলন করছে। তবে দুর্গাপুর ডিপোর কর্মীদের দাবি ছিল, তাঁরা অন্য কোনও রাজনৈতিক দল নয় আইএনটিটিইউসি-র সদস্য। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়।