বাস মালিক সংগঠনের গোলমালে বন্ধ বাস পরিষেবা, সমস্যায় যাত্রীরা

বাস মালিক সংগঠনের গোলমালে বন্ধ বাস পরিষেবা, সমস্যায় যাত্রীরা

বনগাঁ: শ্রমিকদের বেতন না-দেওয়ার অভিযোগ এনে দুটি বাস মালিককে বহিষ্কার করল বাস- মালিক সংগঠন। প্রতিবাদে বহিষ্কৃত বাসের মালিক ও মালিক সংগঠনের কয়েকজন সদস্য রাস্তায় চলা অন্যান্য বাস আটকে বাস চলাচল বন্ধ করে দেয়। বনগাঁ থানার কাছে ৯২ রুটের বাস সিন্ডিকেটের ঘটনা। ঘটনার জেরে এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় গাড়াপোতা, বাগদা, হেলেঞ্চা সহ বাগদা বিধানসভা এলাকার কয়েক হাজার মানুষ৷ বিজেপির অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে বাস পরিষেবা বন্ধ। অবিলম্বে এই নোংরামো বন্ধ করে পরিষেবা চালু করা হোক।

অভিযোগ ওই রুটে মোট ৪৫টি বাসের মধ্যে মাত্র দুটি বাসের মালিক তাদের কর্মচারীদের বোনাস দেয়নি। যা নিয়ে বাস সিন্ডিকেটের তরফেও ওই দুই বাসের মালিককে বুধবার ডেকে পাঠানো হয়। তবে তারা হাজির না হওয়ায় দুটি বাসকে সাসপেন্ড করা হয়। অভিযোগ এরপর বৃহস্পতিবার দুপুরে, সাসপেন্ড হওয়ার দুই বাস মালিক পক্ষের লোকজন জোরপূর্বক অন্যান্য বাস পরিষেবা বন্ধ করে দেয়।

এরই প্রতিবাদে বনগাঁ থানায় ওই দুই বাস মালিকের বিরুদ্ধে অভিযোগ এনে বনগাঁ থানার সামনে বিক্ষোভ করে ডেপুটেশন দেওয়া হয়৷ দ্রুত বাস পরিষেবা চালু না হলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন৷  নিজেদের অভ্যন্তরীণ সমস্যার জন্য এভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলার ঘটনায় বাস মালিকদের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাসিন্দারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =