কলকাতা: আক্ষরিক অর্থে ভাড়া না বাড়লেও বিভিন্ন রুটে বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছিল বলে যাত্রীদের অভিযোগ ছিল। এই ব্যাপারে হস্তক্ষেপ করে রাজ্য সরকার এবং পুজোর সময় বাস ভাড়া কত হবে তা স্থির হয়ে গেল। বাস মালিকরা জানিয়ে দিয়েছে যে পুজোর সময় অতিরিক্ত ভাড়া নেবে না বাস। অতএব নিত্যযাত্রীদের স্বস্তি।
বাস মালিকদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উৎসব মরশুমে সরকারি তালিকা মেনে কলকাতা এবং শহরতলীর রুটে চলবে বেসরকারি বাস। কোনও রকম বেশি ভাড়া নেওয়া হবে না। গত অগাস্ট মাসে রাজ্য সরকারের সঙ্গে মালিকদের ভাড়া বৃদ্ধির বৈঠক ব্যর্থ হয়েছিল এবং তার পর থেকেই বিভিন্ন রুটে বাস মালিকরা নিজেদের ইচ্ছামত বেশি ভাড়া নিচ্ছিল। কোন কোন রুটে দেড় গুণ আবার কোন কোন রুটে দু গুণ বেশি ভাড়া দিতে হচ্ছিল নিত্যযাত্রীদের। কিন্তু এবার থেকে আর সেটি হচ্ছে না।
পরিবহন দফতর আগেই জানতে পেরেছিল যে এক একটি জায়গায় বাসের ভাড়া ৮ টাকার জায়গায় ১২ টাকা, আবার কোথাও ১১ টাকার বাস ভাড়া নেওয়া হচ্ছিল ২০ টাকা! সেই ভিত্তিতেই পদক্ষেপ করে রাজ্য সরকার। স্পষ্ট হুঁশিয়ারি’ দিয়ে জানানো হয়, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে নির্দিষ্ট বাসের পারমিট বাতিল হয়ে যেতে পারে। এবার পুজোর মরশুমেও কড়া নির্দেশ জারি রাখল পরিবহন দফতর।