অমিল বাস! মেট্রোয় উপচে পড়া ভিড়, নবান্ন অভিযানে ভোগান্তি যাত্রীদের

কলকাতা: মঙ্গলবারের পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই তৎপর পুলিশ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতা শহর৷ হাওড়া সেতুর উভয়মুখী রাস্তার দু’পাশে…

bus nei

কলকাতা: মঙ্গলবারের পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই তৎপর পুলিশ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতা শহর৷ হাওড়া সেতুর উভয়মুখী রাস্তার দু’পাশে সারি দিয়ে দাঁড়ানো পুলিশ ভ্যাস৷ রাস্তায় বাসের দেখা নেই৷ তার উপর সকাল থেকেই চলছে বৃষ্টি৷ এই অবস্থায় বৃষ্টি মাথায় পায়ে হেঁটে সেতু পেরিয়ে অফিসে যাচ্ছেন কর্মীরা৷ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের৷

 

এদিকে বাস না থাকায় ভিড় উপচে পড়েছে মেট্রোয়৷ হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোয় অন্য দিনের তুলনায় ভিড় প্রায় দ্বিগুণ। সকাল সাড়ে ১০টা থেকে ভিড় আরও বাড়তে থাকে৷ যার যেরে এসপ্ল্যানেডমুখী বহু মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করাই সম্ভব হচ্ছে না। মেট্রো ছাড়তেও দেরি হচ্ছে। ভিড় সামাল দিতে নাজেহাল মেট্রো কর্মীরা৷