চলন্ত বাসে হঠাৎ আগুন, প্রাণ বাঁচাতে যাত্রীরা ভাঙল জানলা, মৃত ১

চলন্ত বাসে হঠাৎ আগুন, প্রাণ বাঁচাতে যাত্রীরা ভাঙল জানলা, মৃত ১

bus

কলকাতা: নির্ধারিত সময়ে ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। কিন্তু কলকাতা ছাড়ার পর মাঝ রাস্তায় এমন বিপত্তি ঘটবে তা কেউই কল্পনা করতে পারেননি। চলন্ত বাসেই আচমকা ধরে গেল ভয়াবহ আগুন। প্রাণ বাঁচাতে অধিকাংশ যাত্রীকে জানলা ভাঙতে হল। যদিও সকলে যে জীবিত অবস্থায় বাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন, এমনটা নয়। এই ঘটনায় ১ জন নিহত হয়েছেন বলে খবর। 

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর থানার মাদপুরের কাছে কলকাতা থেকে ওড়িশাগামী এই বাসে আগুন লেগে যায়। হঠাৎ করে দাউদাউ করে জ্বলতে শুরু করে বাসটি। সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। তাও অন্তত ৩০ জন এই ঘটনায় আহত। জানা গিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। 

কিন্তু কী কারণে এই আগুন লাগল চলন্ত বাসে? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও মেলেনি। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারোর মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। তিনি এও জানিয়েছেন, যারা আহত এবং বাকি যাত্রী তাদের অন্যত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। বাসটির ড্রাইভার ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =