বালিতে চলন্ত বাসে ‘গুলি’! ভোটের আবহে তীব্র আতঙ্ক

বিশেষজ্ঞদের অনুমান, কোনভাবেই গুলি চালানো হয়নি বরং পাথর জাতীয় কিছু একটা ছোড়া হয়েছিল

বালি: চার দফার নির্বাচনী ভোটগ্রহণ পর্ব ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখনো বাকি রয়েছে চার দফা। ভোট নিয়ে রাজ্যে সংঘাতের ঘটনার অভাব নেই। কোচবিহারের শীতলকুচির ঘটনা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা এবং বিতর্ক। এরই মধ্যে আজ হাওড়ার বালিতে চলন্ত বাসে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। তবে সত্যি সত্যি গুলি চলেছে না, পাথর এসে লেগেছে সেটাও এখনো স্পষ্ট নয়।

জানা গিয়েছে, এদিন সকালে রাজচন্দ্রপুর থেকে বিধাননগর যাচ্ছিল এস ২৩ রুটের একটি বাস। বালির লালবাড়ি এলাকায় জি টি রোডের ওপরে আসতেই হঠাৎ সেই বাসের কাচ ঝনঝন করে ভেঙে যায়। যাত্রীদের দাবি, হঠাৎ করে বাসের কাচে বিদ্যুৎ গতিতে কিছু একটা লাগে। সঙ্গে সঙ্গে সেটা ভেঙে যায়। তারা মনে করছেন বাইরে থেকে কেউ গুলি চালিয়েছে! কেউ দাঁড়িয়ে ছিল না বলে কোন অঘটন ঘটেনি। তবে সত্যি সত্যি সেটি গুলি নাকি অন্যকিছু সেই ব্যাপারে এখন তদন্ত চলছে। কারণ ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত খালি কার্তুজ বা গুলির সীসা পাওয়া যায়নি। তাই বলি চলেছে সেটা এখনই স্পষ্টভাবে দাবি করা যাবে না। ইতিমধ্যেই ওই বাসটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

যদিও বাসের কাচের অবস্থা দেখে বিশেষজ্ঞদের অনুমান, কোনভাবেই গুলি চালানো হয়নি বরং পাথর জাতীয় কিছু একটা ছোড়া হয়েছিল। কারণ গুলি লাগলে বাসের কাচ যেভাবে ভাঙ্গার কথা, এক্ষেত্রে সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। বরং দেখে বোঝা যাচ্ছে ভারী কিছু একটা এসে লেগেছে বাসের কাচে। তবে ঘটনা আসলে যাই হোক না কেন, বাস যাত্রী এবং স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে এই ঘটনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =