কলকাতা: গোটা দেশে ব্যাপক হারে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। অবস্থা খুব একটা ভাল না পশ্চিমবঙ্গেরও। রাজ্যে সব থেকে বেশি সংক্রমণ শহর কলকাতায়। এবার সংক্রমণের শৃঙ্খল ভাঙতে বড় সিদ্ধান্ত নেওয়া হল। বড়বাজারের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনাভাইরাস পরিস্থিতির আবহে।
বড়বাজার সহ আশেপাশের এলাকায় আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত দোকান। অতএব আজ থেকে বন্ধ হয়ে গেল বড়বাজারের পাইকারি বাজার। জানা গিয়েছে, সমস্ত দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও অত্যাবশ্যকীয় দোকান গুলি খোলা থাকবে। এমন সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন। আজ উত্তর কলকাতার একাধিক জায়গায় ভোট হওয়ার জন্য ইতিমধ্যেই সেই সমস্ত এলাকার দোকানপাট বন্ধ। দোকান বন্ধ রয়েছে বড়বাজার সহ ধর্মতলা এলাকার একাধিক জায়গায়। সেই প্রেক্ষিতেই আগামী রবিবার পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।