কলকাতা: অল্পের জন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ বর্ধমান লোকাল৷ মঙ্গলবার দুপুরের ঘটনা৷ বেলা তখন সাড়ে তিনটে৷ লিলুয়ার কাছে ইঞ্জিনিয়ারিং বিভাগের ট্রলির সঙ্গে দুরন্ত গতিতে আসা বর্ধমান লোকালের সংঘর্ষ ঘটে৷ ট্রেন ও ট্রলির ক্ষতি হলেও যাত্রীদের কোনও বিপদ ঘটেনি৷ সকলেই অক্ষত রয়েছেন৷ এই দুর্ঘটনায় বামুনগাছি পিডব্লুআই-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুন- আই প্যাক নিয়ে মুখ খুলে বিপাকে সৌগত রায়, সতর্ক করল দল
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে লিলুয়া স্টেশনের কাছে রেললাইনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। কিন্তু কোনও রকম ব্লক করা হয়নি৷ এমনকি লাল ঝান্ডাও টাঙানো ছিল না সেখানে৷ ট্রলিটি ইঞ্জিনিয়ারিং মালপত্র সমেত আপ লাইনে রেখে কাজ করছিলেন পিডব্লুআই-এর কর্মীরা। যে ভাবে সিগন্যাল ছাড়াই রেললাইনের উপর কাজ চলছিল, তা একেবারেই নিয়ম বহির্ভূত। এরই মধ্যে ওই লাইনে থ্রু বর্ধমান লোকাল চলে আসায় ঘটে বিপত্তি।
জানা গিয়েছে আপ বর্ধমান লোকালের গতিবেগ তখন অনেকটা বেশি ছিল৷ রেললাইনে কোনও ব্লক না থাকায় এবং লাল ঝান্ডা চোখে না পারায় চালক আগে থেকে গতি কমাতে পারেননি৷ ট্রেনটিকে দ্রুতগতিতে আসতে দেখে কর্মীরা দৌড়ে নিরাপদ দূরত্বে চলে যান। কিন্তু মালপত্র ভরতি ট্রলিটি রেললাইনের উপরেই পড়ে থাকে৷ সেটি সরানো আর সম্ভব হয়নি। ফলে বর্ধমান লোকাল এসে সজোরে ওই ট্রলিতেই ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় ট্রলিটি দুমড়েমুচড়ে বহু দূরে গিয়ে ছিটকে পড়ে। ক্ষতি হয়েছে ট্রেনটির ইঞ্জিনেরও৷ দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ লাইনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। পরে ফের রওনা দেয়।