ব্যাগ চেক করতেই উদ্ধার ৪ রাউন্ড কার্তুজ! বিমানবন্দরে আতঙ্ক

ব্যাগ চেক করতেই উদ্ধার ৪ রাউন্ড কার্তুজ! বিমানবন্দরে আতঙ্ক

কলকাতা: বিরাট আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দর চত্বরে। এক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে গুলি! বিমানে ওঠার আগে নিরাপত্তা পরীক্ষার সময় ওই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় চার রাউন্ড কার্তুজ। স্বাভাবিকভাবে তাঁকে আটক করা হয়েছে। কী ভাবে তাঁর কাছ গুলি এল, তাঁর আদতে কী পরিকল্পনা ছিল, সে বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি বেঙ্গালুরু যাচ্ছিলেন। 

আরও পড়ুন- ‘টাকাটা সাধারণ মানুষের জন্য, দলের সদস্যদের জন্য নয়, আবাসের বরাদ্দ নিয়ে খোঁচা স্মৃতির

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যে ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে সেই ব্যক্তি বিহারের বাসিন্দা বলে খবর। তার কাছ থেকেই চার রাউন্ড গুলি উদ্ধার করে সিআইএসএফ। এরপর ওই যাত্রীকে গ্রেফতার করে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, এয়ার এশিয়ার বিমানে করে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল তার। নিরাপত্তাজনিত তল্লাশি চালানোর সময় তার হ্যান্ডব্যাগ থেকে এই গুলি মেলে। সে কার্তুজ কেন রেখেছিল তার কোনও গ্রহণযোগ্য জবাব দিতে পারেনি ধৃত। সন্দেহ বাড়তেই তাকে গ্রেফতার করা হয়।