মমতার মিছিলে ষাঁড়ের তাণ্ডব, হুলুস্থুল পিলখানায়

মমতার মিছিলে ষাঁড়ের তাণ্ডব, হুলুস্থুল পিলখানায়

হাওড়া:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব়্যালির মাঝে ঢুকে পড়ল একটি ষাঁড়৷ যার যেরে তৈরি হল চরম বিশৃঙ্খলা৷ প্রায় পাঁচ মিনিট ধরে চলল ষাঁড়ের তাণ্ডব৷ মিছিলে উপস্থিত পুলিশ থেকে দলীয় কর্মী, ষাঁড়টিকে বাগে আনতে বেগ পেতে হল সকলকে৷ এমনকী গুঁতো খাওয়ার ভয়ে এদিক ওদিক পালাল অনেকেই৷ অনেকেই পড়ল হুড়মুড়িয়ে৷ উত্তর হাওড়ার পিলখানায় ঘটে এই কাণ্ড৷

আরও পড়ুন- ‘ছাপ্পা ভোট দিতে পারছেন না বলেই নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন দিদি’, খোঁচা মোদীর

আজ হাওড়া শিবপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে হুইল চেয়ারে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছিলেন৷ সেই সময়েই তাঁর পদযাত্রার মাঝে ষাঁড় ঢুকে পড়ে ঘটে বিপত্তি৷ যদিও বড় সড় কোনও বিপদ হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে ওই ষাঁড়টিকে মিছিল থেকে বার করতে বেশ কসরৎ করতে হয় তাদের। ষাঁড়ের লাগামছাড়া ছোটাছুটি দেখে দিশেহারা হয়ে পরে উপস্থিত মানুষ৷ তাকে থামানোর জন্য অনেক চেষ্টা করা হয়৷ ষাঁড়ের পিছনে ছুটতে গিয়ে অনেকেই আবার উল্টে পড়েন৷ ষাঁড় একবার এদিক তো একবার ওদিক ছুটতে থাকে৷ একেবার হুলুস্থুল পড়ে যায়৷ তবে শেষমেষ সেটিকে বাগে আনা সম্ভব হয়৷ পুলিশের লাঠিতেই থামে সে৷ 

আরও পড়ুন- বারাণসীতে আসুন কাশীর মানুষ আপনাকে দিল্লি যেতে দেবে না, বিঁধলেন নমো

প্রসঙ্গত, আজ টানা কর্মসূচি শেষে হাওড়ায় পদযাত্রার কর্মসূচি ছিল তৃণমূল নেত্রীর৷ ইছাপুর থেকে হাওড়া ময়দান হয়ে উত্তর হাওড়ার পিলখানা, জিটি রোডের খুব কাছে পৌঁছে গিয়েছিল মিছিল। কিন্তু শেষ মুহূর্তে শুরু হয় ‘ষাঁড়ের তাণ্ডব’৷ শালকিয়া পৌঁছনোর ঠিক আগে জিটি রোডের উপর পিলখানার কাছে হঠাৎই জনস্রোত এড়িয়ে মিছিলে ঢুকে পড়ে একটি ষাঁড়। তারপর বেপরোয়া হয়ে ভিড় ঠেলে পালাতে এলোমেলো ছুট দিতে শুরু করে। গুঁতো খাওয়ার ভয়ে ছুটতে থাকে সাধারণ মানুষ থেকে পুলিশকর্মী, সকলেই। প্রথমে লাঠি, দড়ি দিয়ে ষাঁড়টিকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করা হলেও সেটি বাগে আসেনি৷ দড়ি দিয়ে আটকানোর চেষ্টা করলে তা ছিঁড়ে বেড়িয়ে যায়। অবশেষে পুলিথ লাঠি হাতে সেটিকে তাড়া করে মিছিল থেকে বার করে৷  
  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *