Aajbikel

মুখ দিয়ে তরল খাবার খাচ্ছেন বুদ্ধদেব, বাড়ি ফেরা নিয়ে আজ দুপুরেই সিদ্ধান্ত চিকিৎসকদের

 | 
বুদ্ধদেব

কলকাতা:  ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগের চেয়ে তাঁর শারীরিক পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। অ্যান্টিবায়োটিকও বন্ধ করেছেন চিকিৎসকেরা। তবে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা এখনও নিশ্চিত নয়। সোমবার দুপুরে তাঁর শারীরিক অবস্থা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মেডিক্যাল বোর্ড বসবে। মনে করা হচ্ছে, ওই আলোচনায় বুদ্ধদেবকে বাড়ি ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকেরা।

সোমবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, বুদ্ধদেববাবুকে এখনও রাইলস টিউবের মাধ্যমেই খাবার খাওয়ানো হচ্ছে। তবে মাঝে মধ্যে মুখ দিয়েও তিনি খাচ্ছেন৷ তবে তা তরল খাবার৷ রবিবার বিকেলে তাঁকে স্যুপ খেতে দেওয়া হয়েছিল। তবে এখনই কোনও ভারী খাবার সরাসরি মুখ দিয়ে খাওয়াতে চাইছেন না চিকিৎসকেরা। তাঁর সোয়ালো থেরাপি চলছে। খাবার গলাধঃকরণে তাঁর সমস্যা হবে কি না, তা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা।


জানা গিয়েছে, নিয়মিত ফিজিওথেরাপি চলছে তাঁর। হাসপাতালের পরিবর্তে আপাতত তাঁর বাড়ির বাইপ্যাপ মেশিন ব্যবহার করছেন চিকিৎসকেরা। আসলে চিকিৎসকেরা দেখে নিতে চাইছেন যে, ওই মেশিন কতটা উপযোগী। কারণ বাড়ি ফেরার পর ওই মেশিনই ব্যবহার করবেন তিনি৷  হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেও ওই বাইপ্যাপ মেশিনটিই ব্যবহার করা হবে।

Around The Web

Trending News

You May like