কলকাতা: কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেটকে ভেকধারী সরকারের ফেকধারী বাজেট বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার এই বাজেটকে আমজনতা বিরোধী বাজেট বললেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বাম বিধায়ক সুজন চক্রবর্তী৷ একইসঙ্গে একে হতাশার বাজেট বলেও অভিহিত করেন তারা৷ এদিন সুজন চক্রবর্তী বলেন, বাংলায় ভোট তাই এই বাজেট করা হয়েছে৷ তিনি আরও বলেন, এমনভাবে এই বাজেট করা হয়েছে যাতে মানুষের বিপদ আরও বাড়বে৷
এদিন বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন,” এই বাজেটে আরও বেশি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে৷ মানুষের জীবন যখন অতীষ্ঠ হয়ে উঠেছে তখন রোজই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে৷ পেট্রোল ডিজেলে সেস বসানোর ফলে বাকী সব জিনিসের দাম হু হু করে বেড়ে যাবে৷ আচ্ছে দিনের নমুনা দেখিয়ে দিয়েছে এই সরকার৷”
সুজন এদিনের বাজেটকে কোম্পানি রাজ তৈরি করার মতো বাজেট বলেও কটাক্ষ করেন৷ তিনি প্রশ্ন তোলেন, “মানুষের আয় কমে যাওয়ায় দারিদ্রসীমার নীচে নেমে যাওয়া মানুষটাকে তুলব কী করে তার কোনও ভাবনা আছে৷ যদি না ভাবনা থাকে৷ তাহলে চাহিদা বাড়বে কী করে তাঁর ভাবনা আছে? এই বাজেটে আয়ের ক্ষেত্রে কোনও প্রকল্প নেই৷”
আজ বাজেট পেশ করার পর বাজেটের ব্যাপক প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই বাজেটের প্রসঙ্গে বিকাশের কথা বলেছেন এবং পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার কথা উল্লেখ করেছেন। তবে এই বাজেটকে দিশাহীন এবং বিভ্রান্ত বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।