কলকাতা: কোভিড বিদ্ধস্ত ভারতের প্রথম বাজেট পেশ৷ এমন বাজেট আগে কখনও হয়নি, বাজেট পেশের শুরুতেই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী৷ তা এই নজিরবিহীন বাজেটে নির্বাচনের আগে এবার কী পেল বাংলা? শিয়রে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷ তার আগে বাজেটে পশ্চিমবঙ্গের জন্য একাধিক ‘উপহার’-এর ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেখে নেওয়া সেগুলি কি কি?
রাস্তার পরিকাঠামোয় জোর দেওয়ার জন্য দেশের চার রাজ্যে নয়া অর্থনৈতিক করিডরের পরিকল্পনা করা হয়েছে। চারটি রাজ্যেই আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোট হবে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও৷ পশ্চিমবঙ্গের সড়ক সংস্কারের জন্য বরাদ্দ ২৫,০০০ কোটি টাকা৷ তৈরি করা হবে ৬৭৫ কিলোমিটার অর্থনৈতিক করিডর৷ কলকাতা-শিলিগুড়ি সড়কের উন্নয়ন করা হবে৷
রেলের বাজেটেও ‘উপহার’ পেয়েছে বাংলা৷ খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত নির্মাণ করা হবে ইস্ট ফ্রেট করিডর গোনো থেকে ডানকুনিতে নতুন ফ্রেইট করিডর নির্মাণের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ এদিন রেলের জন্য ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন নির্মলা সীতারমণ৷ জাতীয় রেল প্ল্যান তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷ মেট্রো লাইট, মেট্রো নিউ নামের দুটি প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷ পর্যটকদের জন্য বিশেষ কোচ তৈরির ঘোষণা করেছেন নির্মলা৷
এছাড়াও অসম এবং পশ্চিমবঙ্গের চা-শ্রমিকদের কল্যাণের জন্য বরাদ্দ ১,০০০ কোটি টাকা । জোর দেওয়া হবে মহিলা এবং শিশুদের উপর। বাংলায় নির্বাচনের আগে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ কারণ বাজেটে বাংলা কী পাচ্ছে তার ওপরও নির্ভর করছে বিজেপির ভাবমূর্তি৷ নির্বাচনী প্রচারে এর সদব্যবহার করবে গেরুয়া শিবির৷ এখন রাজ্যের শাসকদলের প্রতিক্রিয়া কী হয় সেটাই দেখার৷