অশক্ত শরীরে ‘জনতার ব্রিগেডে’ হাজির বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা: অশক্ত শরীর নিয়ে ব্রিগেডের মঞ্চে পৌঁছলেন অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য৷ রবিবার পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বিশেষ কনভয়ে তাঁকে ব্রিগেড সমাবেশে আনা হয়৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য৷ এদিন বুদ্ধদেবের উপস্থিতি ঘিরে সাধারণ কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ অসুস্থ হলেও কিছু সময়ের জন্য হলেও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ময়দানে হাজির হবেন বলে রবিবার সকালে জানান

অশক্ত শরীরে ‘জনতার ব্রিগেডে’ হাজির বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা: অশক্ত শরীর নিয়ে ব্রিগেডের মঞ্চে পৌঁছলেন অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য৷ রবিবার পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বিশেষ কনভয়ে তাঁকে ব্রিগেড সমাবেশে আনা হয়৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য৷ এদিন বুদ্ধদেবের উপস্থিতি ঘিরে সাধারণ কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

অসুস্থ হলেও কিছু সময়ের জন্য হলেও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ময়দানে হাজির হবেন বলে রবিবার সকালে জানান রবীন দেব৷ সংবাদ মাধ্যমে তিনি দাবি করেন, ‘‘তিনি অসুস্থ৷ তবুও তিনি ব্রিগেডে আসতে চান৷ তবে, চিকিৎসকদের ছাড়পত্র পেলে কিছু সময়ের জন্য হলেও বুদ্ধদেবকে আনা হবে৷’’

চোখের সমস্যা৷ শ্বাসকষ্ট রয়েছে৷ শারীরিকভাবে ভেঙে পড়েছেন৷ দীর্ঘদিন ধরেই তিনি গৃহবন্দি বুদ্ধদেব ভট্টাচার্য৷ ফলে, পরিস্থিতি যা, তাতে বুদ্ধকে বাদ রেখেই ‘জনতার ব্রিগেডে’র ডাক দেওয়া হয় বামেদের তরফে৷ দলীয় কর্মী সমর্থকরাও জানতে, তাঁকে আর দেখা যাবে না৷

কিন্তু রবিবার সকাল হতেই সিপিএম সূত্রে খবর, চিকিৎসকদের সঙ্গে কথা বলে বুদ্ধবাবুকে ব্রিগেডে আনানোর ব্যবস্থা করা হয়েছে৷ কিছুক্ষণের জন্য হলেও সভা মঞ্চে আসতে পারেন বর্ষীয়ান সিপিএম নেতা৷ বামফ্রন্ট সূত্রে খবর, মিনিট ১৫ বেশি মঞ্চে রাখা হতে পারে তাঁকে৷ অল্প কিছু বলতেও পারেন৷ বক্তব্য শেষ করেই ফিরে যাবেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে৷ রবিবার সকালে ব্রিগেডে বুদ্ধের আগমনের খবর পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 19 =