কলকাতা: ২৮ ফেব্রুয়ারি। বাম-কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশ। সঙ্গে যোগ দিয়েছে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টও। উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। বাম সূত্রে খবর, রবিবার ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। বাম পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিমের মতে, ‘‘২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশ হতে চলেছে ঐতিহাসিক।’’ কিন্তু শত চেষ্টা করেও এই ইতিহাসের সাক্ষী থাকতে পারবেন না বর্ষীয়ান বাম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
২০১৬ সালের ব্রিগেড সমাবেশে নাকে অক্সিজেনের নল নিয়ে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী গাড়ি থেকেও নামতে পারেনি তিনি। যদিও রবিবার চিকিৎসকদের থেকে সেটুকুও ছাড় পাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে আগামীকালের সমাবেশে উপস্থিত কমরেডদের উদ্বুদ্ধ করতে শনিবার একটি লিখিত বিবৃতি দিয়েছেন বদ্ধবাবু।
বিবৃতিতে তিনি লিখেছেন, ‘‘ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি৷ শুনে বুঝতে পারছি, এবার বহু মানুষ সমাবেশে আসবেন৷ অনেকেই এসে গেছেন৷ বড় সমাবেশ৷ তবে এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না৷ মাঠে-ময়দানে কমরেডরা লড়াই করছেন, আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি৷ ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দি৷ যা কোনোদিনও কল্পনা করতে পারিনি৷ সমাবেশের সাফল্য কামনা করছি।’’ তবে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও সমর্থকদের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের একটি অডিও বার্তা শোনানোর চেষ্টা করছে সিপিআইএম নেতৃবৃন্দ৷ যদি সেটাও সম্ভব না হয়, সে ক্ষেত্রে অন্তত তার পাঠানো একটি চিঠি মঞ্চ থেকে পড়া হতে পারে বলে জানা গিয়েছে৷