টিউবের মাধ্যমেই খাবার খাচ্ছেন বুদ্ধদেব, চিকিৎসকদের কাছে আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ

টিউবের মাধ্যমেই খাবার খাচ্ছেন বুদ্ধদেব, চিকিৎসকদের কাছে আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ

কলকাতা: প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখন কিছুটা সুস্থ। তবে তাঁর যে সঙ্কট কেটেছে এমনটা কখনই নয়। চিকিৎসকদের কাছে তিনি অবশ্য ইতিমধ্যেই আর্জি জানিয়েছেন যাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আদতে বুদ্ধদেবকে কবে ছাড়া হবে তার নিশ্চয়তা নেই। এখনও পর্যন্ত তাঁকে রাইলস টিউবের মাধ্যমেই খাবার খাওয়ানো হচ্ছে। কারণ কিছু খেলে তাঁর বিষম লাগতে পারে বলে অনুমান করছেন চিকিৎসকরা। এও জানা গিয়েছে, চিকিৎসকদের কাছে আম খাওয়ার আবদার করেছেন তিনি। যদিও এখনও তা দেওয়া হয়নি তাঁকে। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে এখন অনেক নল ঢোকানো আছে। তবে এই নল খুলে নেওয়ার আর্জি জানান তিনি। যদিও এখন তা সম্ভব নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে তিনি যে আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তাও আপাতত দেওয়া সম্ভব হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্য আগের থেকে স্থিতিশীল হলেও বিপন্মুক্ত নন। তাই কোনও রকম ঝুঁকি নেওয়ার কথা ভাবছেন না চিকিৎসকরা। তবে আস্তে আস্তে রাইলস টিউব খুলে মুখ দিয়ে খাওয়া শুরু করানোর কথা ভাবছেন তাঁরা। কিন্তু কবে তাঁকে ছেড়ে দেওয়া হবে, এই মুহূর্ত পর্যন্ত তা জানা যায়নি। আসলে চিকিৎসকরা ‘সেকেন্ডারি ইনফেকশন’ নিয়ে ভয় পাচ্ছেন। তা ঠেকানো গেলেই কিছুটা নিশ্চিন্ত হওয়া যাবে। 

ফুসফুস এবং শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে গত শনিবার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার পর থেকে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। শনিবার রাতে তাঁকে ‘ইনভেসিভ ভেন্টিলেশনে’ দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার খানিকটা উন্নতে হওয়ায় ভেন্টিলেশন থেকে বার করে আনা হয়। এখন আগের চেয়ে অনেকটাই ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন সামান্য সুস্থ হতেই বাড়ি ফিরতে চাইছেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *