অনেকটাই  সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, বাড়ি ফিরে শেষ করতে চান বই লেখার কাজ

কলকাতা: ক্রমশ সুস্থ হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগের থেকে বিপদ অনেকটাই কেটেছে। আর তারপরই বই লেখা শেষ করার জন্য উতলা হয়ে উঠেছেন প্রাক্তন এই দুঁদে রাজনীতিবিদ। সেই কারণে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ফিরতেও চাইছেন তিনি।

কলকাতা: ক্রমশ সুস্থ হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগের থেকে বিপদ অনেকটাই কেটেছে। আর তারপরই বই লেখা শেষ করার জন্য উতলা হয়ে উঠেছেন প্রাক্তন এই দুঁদে রাজনীতিবিদ। সেই কারণে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ফিরতেও চাইছেন তিনি।

সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু এখন তিনি অনেকটাই সুস্থ। সকলের সঙ্গে কথাবার্তা বলছেন। আর কথা বলার সময়ই বারবার উঠে আসছে তাঁর বাড়ি যাওয়ার প্রসঙ্গে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করছেন তাঁকে যেন শীঘ্রই ছুটি দেওয়া হয়। তাঁর এই ইচ্ছার কথা জানার পর সোমবার মেডিক্যাল বোর্ড বৈঠকে বসে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হতে পারে। তাই যদি হয়, তবে মঙ্গলবারই পাম অ্যাভিনিউয়ে নিজের বাড়িতে ফিরতে পারবেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে তাঁর রক্তচাপ, হৃদস্পন্দন, রক্তে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের তারতম্য অনেকটাই স্বাভাবিক। শারীরিক পরিস্থিতিও ঠিক হচ্ছে। রাতে ভাল ঘুমও হয়েছে তাঁর। আচ্ছন্নতা এখন অনেকটাই কেটে গিয়েছে। 

সোমবার সকালে তিনি হালকা খাবার খেয়েছেন। তাঁকে খবরের কাগজও পড়ে শোনানো হয়েছে। এর আগে শনিবার তিনি নিজেই স্যুপ এবং চা খেয়েছিলেন। রবিবার তিনি আরও অকটু সুস্থ হয়ে ওঠেন। খুব অল্প খিচুড়ি খেয়েছেন তিনি। সঙ্গে পেঁপে ও আঙুরের মতো ফলও খেয়েছেন। ইতিমধ্যেই তাঁর ক্যাথিটার খুলে নেওয়া হয়েছে। তবে রাইলস টিউব এখনও রয়েছে। ওই তার মাধ্যমে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ইত্যাদি দেওয়া হচ্ছে। এদিকে অকটু সুস্থ হয়ে উঠতেই বুদ্ধদেববাবু বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। চিকিৎসকদের অনুরোধ করেছেন হাসপাতালে বেশিদিন তিনি থাকতে চান না। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চান তিনি। তাঁর বই লেখার কাজ এখনও শেষ হয়নি। দ্রুত সেই কাজ শেষ করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =