একা দাঁড়িয়ে বুদ্ধদেবের সেই সাদা অ্যাম্বাসাডর, চোখে জল ‘সারথি’র

কলকাতা:  প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা। শোকের ছায়া রাজনৈতিক মহল। বুদ্ধবাবুর প্রয়াণের খবর আসতেই ভিড় বেড়তে থাকে পাম অ্যাভিনিউর বাড়িতে। সেখানে তাঁকে শেষ…

buddha gari

কলকাতা:  প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা। শোকের ছায়া রাজনৈতিক মহল। বুদ্ধবাবুর প্রয়াণের খবর আসতেই ভিড় বেড়তে থাকে পাম অ্যাভিনিউর বাড়িতে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর পর শেষবারের মতো দেহ বার করে নিয়ে যাওয়া হয় পাম অ্যাভেনিউয়ের ফ্ল্যাট থেকে৷ এত ভিড়ের মাঝেই একাকী দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই সাদা অ্যাম্বাসাডর। নিজের গোটা রাজনৈতিক জীবন এবং মন্ত্রিত্বে থাকাকালীন এই গাড়িতেই চড়তেন বুদ্ধবাবু৷ আর কখনও কি গড়াবে সেই গাড়ির চাকা?

 

WB06002। ধবধবে সাদা এই অ্যাম্বাসাডর দেখলেই সকলে বুঝে যেতেন বুদ্ধবাবু আসছেন। রাজনৈতিক সমাবেশ থেকে রাজনীতির মঞ্চ, সঙ্গী ছিল এই সাদা গাড়ি৷ শেষবার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনও দেখা গিয়েছিল এই সাদা অ্যাম্বাসাডরকে। বুদ্ধদেব চলে গিয়েছেন না ফেরার দেশে৷ তাঁর সারথি থেকে গিয়েছেন৷ সত্য ঘোষ। ৯১ সাল থেকে বুদ্ধদেবের গাড়ির চালক তিনি৷ তবে আজ আর কোনও কথা বলতে পারলেন না। কান্নায় ভেঙে পড়লেন৷ শুধু বললেন, “খারাপ লাগছে…”