কলকাতা: পদ্মভূষণ সম্মানে সম্মানিত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ এই সংক্রান্ত তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। সেই তালিকা থেকে জানা গেল কেন্দ্রীয় সম্মানে ভূষিত হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে তিনি। কিন্তু আজও কোথাও তিনি প্রাসঙ্গিক। আর এটাই প্রমাণ করে দিল এই সম্মান। এছাড়াও মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হল দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত। তিনি ছাড়াও প্রভা আত্রে (কলা), মরণোত্তর পদ্মবিভূষণ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং (সামাজিক অবদান), উত্তরপ্রদেশের রাধেশ্যাম খেমকা (শিক্ষা ও সংস্কৃতি)।
আরও পড়ুন- সিধুকে মন্ত্রী করার সুপারিশ এসেছিল পাকিস্তান থেকে! বিস্ফোরক অমরিন্দর
অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হচ্ছে পদ্মভূষণ সম্মান। এই একই সম্মান পাচ্ছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, মাইক্রোসফটের সিইও সত্যনারায়ণ নাদেলা এবং অ্যালফাবেটের, গুগলের সিইও সুন্দর পিচাই, সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালার বাবা সাইরাস পুনাওয়ালা। এদিকে, পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছে অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। প্রজাতন্ত্র দিবসের আগে প্রথা মেনেই এই সম্মানের তালিকা আজ ঘোষণা করা হয়েছে। তবে পদ্মশ্রী সম্মান দেওয়ার কথা ছিল বাংলার প্রবাদপ্রতিম শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেছেন।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবারের তরফে জানান হয়েছে, আচমকাই ফোন করে এই সম্মান দেওয়া হবে বলে জানান হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। না জানিয়ে এভাবে পুরষ্কার ঘোষণা করা অসম্মানের বলেই মনে করছেন তারা। তাছাড়া আরও একটি প্রশ্ন তারা তুলেছেন যে, এত দেরিতে কেন এই পুরষ্কার দেওয়ার কথা মনে পড়ল? শিল্পীর মেয়ে মনে করছেন যে, এই বয়সে তাঁর মা, যিনি এত বড় মাপের একজন শিল্পী, যিনি বাংলার সঙ্গীত জগতের বর্তমানে সবচেয়ে সিনিয়র, তাঁকে এখন পদ্মশ্রী দেওয়াটা অপমান ছাড়া আর কিছু নয়।