কলকাতা: চিকিৎসায় তিনি যে সাড়া দিচ্ছেন তা গতকাল জানা গিয়েছিল। আজ আরও একটু স্বস্তির খবর মিলল। জানা গিয়েছে, অল্প হলেও কথা বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শরীরে কী কী সমস্যা হচ্ছে তা চিকিৎসকদের জানাচ্ছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, সোমবারের থেকে মঙ্গলবার তুলনামূলক অনেকটাই ভালো আছেন বর্ষীয়ান এই সিপিএম নেতা। এই খবরের অনুগামীদের মধ্যেই স্বস্তি ফিরেছে।
হাসপাতালে ভর্তি হওয়ার দিন থেকে আজ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের যে মেডিক্যাল রিপোর্ট তা বেশ সন্তোষজনক। মাঝে কিছুটা সঙ্কটজনক অবস্থা থাকলেও আপাতত তেমন আশঙ্কার কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে একটানা অনেকক্ষণ বাইপ্যাপ সাপোর্ট রাখতে হচ্ছে না তাঁর। নিজে থেকেই শ্বাস-প্রশ্বাস চালাতে পারছেন তিনি। আবার চিকিৎসকদের সঙ্গেও মাঝে মাঝে সমস্যা নিয়ে কথা বলছেন বলেই জানা গিয়েছে। সোমবারই ‘ইনভেসিভ ভেন্টিলেশন’ থেকে বার করে আনা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার পর থেকে নতুন করে আর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি।
সোমবার বিকেলে বিধানসভা থেকে সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে কথাবার্তা বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্ষীয়ান বাম নেতার সঙ্গে দেখা হয়েছে৷ তাঁকে দেখে তিনি হাতও নেড়েছেন। শেষ রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি এখন অনেকটা স্থিতিশীল।