শনিবার কি বাড়ি ফিরবেন বুদ্ধদেব? নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের ওপর

শনিবার কি বাড়ি ফিরবেন বুদ্ধদেব? নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের ওপর

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে মাঝে আচমকা বুকে ব্যথা হয় তাঁর। কিন্তু শেষ রিপোর্ট অনুযায়ী তিনি স্থিতিশীল তবে কি তাঁকে শনিবার ছেড়ে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর এখনও মিলছে না। তবে যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে তারা এই ব্যাপারে আগামীকালই সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে অবশ্য বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই চিকিৎসকদের কাছে বাড়ি ফেরার অনুরোধ করেছিলেন। তবে আপাতত তা সম্ভব না বলেই অনুমান করা হচ্ছে। 

বুদ্ধদেব ভট্টাচার্য বুধবার রাতে হঠাৎ বুকে অস্বস্তি অনুভব করেছিলেন। এর পরেই ইসিজি করানো হয়। তবে রিপোর্ট বলছে, উদ্বেগের কারণ নেই। তবে এক্সরে রিপোর্টে দেখা যায়, কিছু অংশ অস্পষ্ট। তা হলে কি বুকে জল জমল? গত সোমবার বুদ্ধদেব ভট্টাচার্যের বুকের সিটি স্ক্যান করানো হয়। তখন বুকে জলের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে তিনি দীর্ঘ দিনের সিওপিডি রোগী। সিওপিডি আক্রান্ত রোগীদের বুকে অস্বস্তি হওয়াটা অস্বাভাবিক নয়। তবে এই অস্বস্তির অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। এই প্রেক্ষিতে শনিবার তাঁকে ছাড়া হবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানা এখনও যায়নি। 

হাসপাতাল সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত তিনি আবার রাইলস টিউবেই খাচ্ছেন। তবে আজ একবার তাঁকে স্যুপ খাওয়ানো হয়েছে। মুখেই খাবার দেওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। কিন্তু এখনই তাড়াহুড়ো করতে নারাজ চিকিৎসকরা।শনিবার দুপুর সাড়ে ১২টায় মেডিক্যাল বোর্ডের বৈঠক হবে। সেই বৈঠক থেকেই নেওয়া হবে যাবতীয় সিদ্ধান্ত। গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধবাবু। শরীরে  অক্সিজেনের মাত্রাও কমতে শুরু করেছিল। হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, বুদ্ধদেবের শ্বাসনালীতে (লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট) সংক্রমণ রয়েছে এবং ‘টাইপ-২ রেসপিরেটরি ফেলিওর’ হয়েছে। সেখান থেকে তিনি অনেকটাই ভালো রয়েছেন।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − seven =