কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তে সংক্রমণের মাত্রা আগের তুলনায় কমলেও তা আপাতত স্বাভাবিকের থেকে বেশিই। চিকিৎসকরা জানিয়েছিলেন, সঙ্কট না কাটলেও তিনি কিছুটা আশঙ্কামুক্ত। তবে সকাল পর্যন্তও তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনার খবর জানা যায়নি। তবে বেলা বাড়তেই এল স্বস্তির খবর। জানা গিয়েছে, ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট থেকে বার করে আনা হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে আগেই জানা গিয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে বোঝা যাচ্ছে। ক্রিয়েটিনিনের মাত্রাও কমেছে আগের থেকে। ফলে অ্যান্টিবায়োটিকের মাত্রা আগের চেয়ে বৃদ্ধি করতে পেরেছেন চিকিৎসকরা। এখন তাই তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, তাঁর সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট বলছে, বুদ্ধদেবের দু’টি ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত। ফুসফুসের টিস্যুগুলি শক্ত এবং কঠিন হয়ে গিয়েছে। চিকিৎসার ভাষায় এটি হল ‘লাং ফাইব্রোসিস’। এদিকে বড় স্বস্তি বিষয় হল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে সাঙ্ঘাতিক কোনও অসুখ ধরা পড়েনি৷
শনিবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই অস্বস্তি ধীরে ধীরে আরও বৃদ্ধি পায়৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। চিকিৎসকেরা তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে বালিগঞ্জের পাম অ্যাভিনিউ থেকে গ্রিন করিডোর করে বুদ্ধদেবকে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।