কলকাতা: আগামীকাল ব্রিগেড সমাবেশ করতে চলেছে বামেরা। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর একদল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট করে লড়াই করবে তারা। তার আগে এই ব্রিগেডকে ইতিমধ্যেই ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছে লাল নেতারা। তবে, এই ব্রিগেডকে আরও সমৃদ্ধ করতে লাল ব্রিগেড চাইছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতি। কিন্তু সেটা খুব একটা সহজ হবে না কারণ তিনি খুবই অসুস্থ। যদিও সূত্রের খবর, ব্রিগেড সমাবেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন খোদ বুদ্ধদেব ভট্টাচার্য, তবে প্রয়োজন রয়েছে চিকিৎসকদের অনুমতির।
শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখেই রাজ্য সিপিএম নেতৃত্বের বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্রিগেডে আসার জন্য অনুরোধ করেনি। কিন্তু তারা মনে প্রাণে চায় যে তিনি ব্রিগেডে আসুন। যদি সশরীরে উপস্থিত না হতে পারেন তিনি, তাহলে ভার্চুয়ালি তার বক্তৃতার বন্দোবস্ত করতে উদ্যোগী তারা। তবে এখন যেহেতু বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই ব্রিগেড সমাবেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, সেহেতু উন্মাদনা কম সৃষ্টি হয়নি বাম শিবিরে। এখন শুধু চিকিৎসকদের ইতিবাচক বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছে সকলে। যদি চিকিৎসকরা কিছুক্ষণের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্রিগেড সমাবেশে আসার অনুমতি দেন তাহলে আগামীকাল বামফ্রন্টের ব্রিগেড আরো বেশি ওজন পাবে, তাতে কোনো সন্দেহ নেই। এর আগে গত লোকসভা ভোটের সময় ব্রিগেডে গিয়েছিলেন অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও চিকিৎসকদের অনুমতি না থাকায় মঞ্চে উঠে বক্তৃতা দেননি তিনি।
বেশ অনেকদিন হল, জনসমক্ষে একেবারেই দেখা যায়নি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। প্রবল শারীরিক অসুস্থতা নিয়ে কার্যত শয্যাশায়ী তিনি। এর আগে একাধিকবার তাঁকে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড়। এমনকি লোকসভা ভোটের সময় ব্রিগেডে কাচ বন্ধ গাড়িতে যখন তাঁকে দেখা গিয়েছিল, তখনই নজরে এসেছিল অক্সিজেন সিলিন্ডার, নাকে অক্সিজেনের নল। তখনই আন্দাজ করা গিয়েছিল তাঁর শারীরিক অবস্থার বিষয়ে। সুতরাং আগামীকাল বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে তিনি আদৌ থাকতে পারবেন কিনা তা কোনোভাবেই নিশ্চিত নয়। তবুও বুদ্ধদেব ভট্টাচার্যের আসার যে একটা ক্ষীণ আভাস পাওয়া গিয়েছে, তাতেই যেন আরো টগবগ করে ফুটছে লাল বাহিনী।