Aajbikel

আম খেতে চান বুদ্ধদেব, পারবেন কিনা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা

 | 
বুদ্ধদেব

 কলকাতা: আগের চেয়ে অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ তবে সম্পূর্ণ বিপন্মুক্ত নন৷ এখনও রাইল্‌স টিউবের মাধ্যমেই খাওয়ানো হচ্ছে তাঁকে। সর্ব ক্ষণ পর্যবেক্ষণেই রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেববাবু এখন সম্পূর্ণ সচেতন। চিকিৎসক এবং ঘনিষ্ঠদের সঙ্গে কথাও বলছেন। তবে শরীরে নানা রকম নলের উপস্থিতিতে বেশ বিরক্তি হচ্ছেন তিনি। হাসপাতালেও আর থাকতে চাইছেন না। চিকিৎসকদের কাছে একাধিক বার ছুটি দেওয়ার আর্জিও জানিয়েছেন৷ এমনকি, রাইল্‌স টিউব সরিয়ে নিজের মুখে খাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন৷ তহে চিকিৎসকেরা এখনই রাইল্‌স টিউব সরানোর পক্ষপাতী নন। তাঁরা মনে করছেন, বর্ষীয়ান এই বাম নেতা এখনও নিজের মুখে খাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছননি। তবে রাইল্‌স টিউব ছাড়া তাঁকে খাওয়ানো যাবে কি না, তা পরীক্ষা করে তা দেখা হচ্ছে। ‘সোয়ালো অ্যাসেসমেন্ট’ শুরু করা হয়েছে।


এদিন বুধবার বুদ্ধদেব ভট্টাচার্যের এক চিকিৎসক জানান, তিনি আম খেতে চেয়েছেন। তবে এখনই তাঁকে আম দেওয়া যাবে না৷ ‘স্পিচ অ্যান্ড সোয়ালো রিহ্যাবিলিটেশন থেরাপিস্ট’  পরীক্ষা করে গিয়েছেন। খাবার খেলে বিষম লাগবে কি না, সেটাই এখন দেখা হচ্ছে। সেই সঙ্গে আমের নরম অংশ বুদ্ধদেববাবুকে খাওয়ানো যায় কি না,  সেটাও চিন্তাভাবনা করে দেখছেন চিকিৎসকেরা। বুধবার সন্ধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত বুলেটিনে বলা হয়েছে, বুদ্ধদেববাবুর ফিজিওথেরাপি চলছে। রক্তের প্যারামিটার আপাতত ঠিক রয়েছে। যে অ্যান্টিবায়োটিকগুলি তিনি খাচ্ছেন, সেগুলি আগামী শনিবার পর্যন্ত চালু রাখবেন চিকিৎসকেরা। এক চিকিৎসক জানিয়েছেন, এখন ‘ফিজিয়োথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন’ চলবে বুদ্ধবাবুর। যা শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি চলনশক্তি ফিরে পেতেও সাহায্য করবে। বাড়ি ফেরার পরেও ফিজিওথেরাপি চলবে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা৷ 

Around The Web

Trending News

You May like