Aajbikel

নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রয়েছে বুদ্ধদেব, পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় মেডিক্যাল টিম

 | 
বুদ্ধদেব

কলকাতা: প্রবল শ্বাসকষ্ট নিয়ে শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁর যাবতীয় পরীক্ষা হয়ে গিয়েছে। এখন রিপোর্ট আসার অপেক্ষা রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী   চিকিৎসার আগামী ধাপ।

সন্ধ্যায় বুদ্ধদেবের শারীরিক অবস্থা উডল্যান্ডসের তরফে বিবৃতি জারি করা হয়েছে৷ সেখানে জানানো হয়েছে, টাইপ টু রেসপিরেটরি ফেলিওর অর্থাৎ শ্বাসকষ্টে ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য প্রয়োজনীয় সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখা হয়েছে। আপাতত তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে৷ অক্সিজেনের মাত্রাও কিছুটা বেড়েছে। শারীরিক প্যারামিটারগুলি আপাতত স্থিতিশীল রয়েছে৷ তাঁর ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে৷

জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা করছেন মেডিসিনের চিকিৎসক ডক্টর কৌশিক চক্রবর্তী এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক ডক্টর সৌতিক পাণ্ডা৷ মেডিক্যাল টিমে রয়েছেন ডক্টর সুস্মিতা দেবনাথ (ক্রিটিক্যাল কেয়ার), ডক্টর সরোজ মণ্ডল (হৃদরোগ বিশেষজ্ঞ), ডক্টর অঙ্কণ বন্দ্যোপাধ্যায় (ফুসফুস বিশেষজ্ঞ), ডক্টর ধ্রুব ভট্টাচার্য, ডক্টর আশিস পাত্র, ডক্টর সোমনাথ মাইতি এবং ডক্টর সপ্তর্ষি বসু। চিকিৎসক টিমের কড়া পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।


বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা বেশ পুরনো। গত প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে সিওপিডির সমস্যায় ভুগছেন এই বর্ষীয়ান সিপিএম নেতা৷ সে কারণে অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকতে হয় তাঁকে। বাড়িতে সব সময়ের জন্য একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে তাঁর নাকে নল লাগানো থাকে। কিন্তু এদিন তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়।  রক্তে অক্সিজেন স্যাচুরেশন কমে ৭০ শতাংশে নেমে যায়।
 

Around The Web

Trending News

You May like