কলকাতা: শ্বাসকষ্ট নিয়ে শনিবার বিকেলে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা স্বাভাবিক হয়েছে৷ পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা রবীন দেব। তবে এখনও সি-প্যাপ সাপোর্টেই রাখা হয়েছে বুদ্ধবেদকে৷ আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের তরফে তাঁর পূর্ণাঙ্গ মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে। এর পরেই বুদ্ধদেবের শারীরিক অবস্থা সম্পর্কে বিশদে জানা যাবে বলে মনে করা হচ্ছে।
বুদ্ধদেব গুরুতর অসুস্থ জানার পরেই আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘আমরা ওঁর অসুস্থতার কথা জানি। উনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। আজ সকাল থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। আমরা খুব বেশি উতলা হচ্ছি না, আবার ঝুঁকি নিতেও চাইনি।’’
জানা গিয়েছে, ডাকলে সাড়াও দিচ্ছেন বুদ্ধদেব। চোখও মেলছেন৷ তবে তাঁর ওষুধ পালটানো হয়েছে। কারণ তাঁর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৬৮-৭০-ও নেমে গিয়েছিল। সেই পরিস্থিতিতে তাঁকে বিশেষ ইনজেকশন দেওয়া হয়। কিন্তু তাতে অক্সিজেনের স্যাচুরেশন ৮০-৮২ পর্যন্ত ওঠে৷ এর পরেই সিপ্যাপ প্রক্রিয়ার সাহায্য নেন চিকিৎসকরা। প্রসঙ্গত, সিপ্যাপ প্রক্রিয়ার সাহায্য তখনই নেওয়া হয়, যখন রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়।