চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব, রাখা হয়েছে সি-প্যাপ সাপোর্টে

চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব, রাখা হয়েছে সি-প্যাপ সাপোর্টে

কলকাতা: শ্বাসকষ্ট নিয়ে শনিবার বিকেলে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা স্বাভাবিক হয়েছে৷ পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা রবীন দেব। তবে এখনও সি-প্যাপ সাপোর্টেই রাখা হয়েছে বুদ্ধবেদকে৷ আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের তরফে তাঁর পূর্ণাঙ্গ মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে। এর পরেই বুদ্ধদেবের শারীরিক অবস্থা সম্পর্কে বিশদে জানা যাবে বলে মনে করা হচ্ছে। 

বুদ্ধদেব গুরুতর অসুস্থ জানার পরেই আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘আমরা ওঁর অসুস্থতার কথা জানি। উনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। আজ সকাল থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। আমরা খুব বেশি উতলা হচ্ছি না, আবার ঝুঁকি নিতেও চাইনি।’’

জানা গিয়েছে, ডাকলে সাড়াও দিচ্ছেন বুদ্ধদেব। চোখও মেলছেন৷ তবে তাঁর ওষুধ পালটানো হয়েছে। কারণ তাঁর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৬৮-৭০-ও নেমে গিয়েছিল। সেই পরিস্থিতিতে তাঁকে বিশেষ ইনজেকশন দেওয়া হয়। কিন্তু তাতে অক্সিজেনের স্যাচুরেশন ৮০-৮২ পর্যন্ত ওঠে৷ এর পরেই সিপ্যাপ প্রক্রিয়ার সাহায্য নেন চিকিৎসকরা। প্রসঙ্গত, সিপ্যাপ প্রক্রিয়ার সাহায্য তখনই নেওয়া হয়, যখন রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য

 

কলকাতা: ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে৷ তৈরি করা হচ্ছে মেডিক্যাল বোর্ড৷

আজ দুপুরে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৭০-এর আশপাশে রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ শারীরিক পরীক্ষা পর চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেন৷ শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকায় তাঁকে উডল্যান্ডস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুপুর ১.৫০ নাগাদ তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে৷ ফ্লু ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা করা হয়৷ ইতিমধ্যেই তাঁর স্ত্রী ও কন্যা পৌঁছে গিয়েছেন হাসপাতালে৷ পৌঁছে গিয়েছেন দলের কর্মীরা৷ আসছেন বাম নেতারাও৷

দীর্ঘ বেশ কিছু বছর ধরেই অসুস্থ রাজ্যের প্রাক্তান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ মঙ্গলবার থেকে শ্বাসকষ্ট বাড়তে থাকে৷ আজ পরিস্থিতি উদ্বেগজনক হতেই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পারিবারিক সূত্রে খবর, আজ সকাল থেকেই তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হতে থাকে৷ পরে, পারিবারিক চিকিৎসক ফুয়াদ হালিমের পরামর্শে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ ডাকা হয় অ্যাম্বুল্যান্স৷ দক্ষিণ কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ জানা গিয়েছে, আপাতত বুদ্ধবাবুকে আইসিসিইউতে ভর্তি করা হয়েছে৷ হাসপাতালে রয়েছেন বুদ্ধবাবুর স্ত্রী ও কন্যা৷ বুদ্ধবাবুর শারিরীক পরিস্থিতি খতিয়ে দেখতে ৫ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷ সর্বক্ষণ রাখা হচ্ছে নজর৷ শেষ পাওয়া খবর, হাসপাতালে ভর্তি হওয়ার পর বুদ্ধবাবুর শ্বাসকষ্ট আগে থেকে একটু কমেছে৷ পরিস্থিতি এখনও পর্যন্ত স্থিতিশীল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =