এয়ারটেল, ভোডাফোন ছেড়ে বিএসএনএল! খরচ কমবে?

কলকাতা: এয়ারটেল, ভোডাফোন ছেড়ে নিতে পারেন বিএসএনএল৷ বিএসএনএল কি সাশ্রয়ী আপনার জন্য? ট্যারিফ বাড়ার পর অন্যদের তুলনায় BSNL প্ল্যান কেমন ট্যারিফ বাড়ার পর ২৮ দিনের…

কলকাতা: এয়ারটেল, ভোডাফোন ছেড়ে নিতে পারেন বিএসএনএল৷ বিএসএনএল কি সাশ্রয়ী আপনার জন্য? ট্যারিফ বাড়ার পর অন্যদের তুলনায় BSNL প্ল্যান কেমন

ট্যারিফ বাড়ার পর ২৮ দিনের ভ্য়ালিডিটিতে প্রতিদিন ১ জিবি ডেটা প্ল্যানের দাম পড়ছে ২৪৯ টাকা থেকে ২৯৯ টাকা। সেখানে বিএসএনএল-র একই প্ল্যানের দাম সর্বোচ্চ ১৮৬ টাকা। ১৩৯ টাকায় পাবেন আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা (শুধু জিপি২ সাবস্ক্রাইবারদের জন্য), শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস স্পিড নেট ২৮ দিনের ভ্য়ালিডিটিতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা প্ল্যানের দাম পড়ছে ২৯৯ টাকা থেকে ৩৪৯ টাকা। সেখানে বিএসএনএল-র একই প্ল্যানের দাম সর্বোচ্চ ১৮৭ টাকা। ৮৪ দিনের ভ্য়ালিডিটিতে প্রতিদিন ২ জিবি ডেটা প্ল্যানের দাম পড়ছে ৮৫৯ টাকা থেকে ৯৭৯ টাকা। সেখানে বিএসএনএল-র প্রতিদিন ৩ জিবি ডেটা প্ল্যানের দাম সর্বোচ্চ ৫৯৯ টাকা। শুধুমাত্র একটি সংস্থার প্রতিদিন ৩ জিবি ডেটা প্ল্যান ৮৪ দিনের জন্য রয়েছে। সেই প্ল্যানের দাম বর্তমানে ১১৯৯ টাকা।

নেটওয়ার্ক পরিষেবা বিএসএনএল-র নেটওয়ার্ক পরিষেবার কারণেই মূলত অধিকাংশ মোবাইল ব্যবহারকারীরা এই সংস্থার পরিষেবা নিতে চান না। তাই আপনার এলাকায় বিএসএনএল-র পরিষেবা কেমন রয়েছে, তা অবশ্যই সিম পোর্ট করার আগে জেনে নিন। তা না হলে পরবর্তীকালে ভুক্তভোগী হতে হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *