সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর হিড়িক বেড়েছে, স্বীকার BSF কর্তার

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর হিড়িক বেড়েছে, স্বীকার BSF কর্তার

475ffcd6344b16458ced226785df3697

কলকাতা: সীমান্তের কাঁটা তার পেরিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি ওয়াইবি খুরানিয়া৷ 

তাঁর বক্তব্য, চলতি বছরে এ যাবৎকাল পর্যন্ত ২৬৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে৷ একইরকম ভাবে ভারত থেকে আইন বিরুদ্ধ ভাবে বাংলাদেশে প্রবেশকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ বিএসএফের আঞ্চলিক প্রধানের কথায়, এই রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত পার হয়ে বহু মানুষ এদেশ থেকে বাংলাদেশে প্রবেশ করছেন৷

তবে তিনি আইন বিরুদ্ধ ভাবে সীমান্ত পারাপারের সম্পর্কে নির্দিষ্ট কোনও কারণ অনুধাবন করতে না পারলেও রাজ্যের পর্যবেক্ষক মহলের ধারণা, নয়া নগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া পদক্ষেপ নেওয়ার যে সম্ভবনা তৈরি হয়েছে, তাতেই ভীত হয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে অসাধু উপায়ে ভিন দেশে পাড়ি দিচ্ছে এই দেশের মানুষ৷ 

বিএসএফ সূত্রে পাওয়া তথ্যা বলছে, বিগত বছরগুলির তুলনায় সাম্প্রতিক সময়ে সীমান্ত পার হয়ে বেআইনি ভাবে মানুষের যাতায়াতের প্রবণতা বহু মাত্রায় বৃদ্ধি পেয়েছে৷ তাই এখন থেকে সীমান্তে প্রহরা অনেক নিচ্ছিদ্র করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *