নথি হাতে ইডি-র দফতরে হাজির বালুর দাদা, রবিবার এসেও কাগজ জমা দিতে পারেননি কন্যা

নথি হাতে ইডি-র দফতরে হাজির বালুর দাদা, রবিবার এসেও কাগজ জমা দিতে পারেননি কন্যা

jyotipriya mallick

কলকাতা: নথিপত্র হাতে সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির রেশন বণ্টন ‘দুর্নীতি’ মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর দাদা দেবপ্রিয় মল্লিক। সল্টলেকের বাড়ি থেকেই এদিন সকালে ইডি-র দফতরে আসেন দেবপ্রিয়৷

রবিবার ইডি-র কলকাতার দফতরে গিয়েছিলেন জ্যোতিপ্রিয়ের কন্যা প্রিয়দর্শিনী৷ দুপুর ১টার পর সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় তাঁকে। তাঁর হাতেও ছিল একটি ফাইল। ওই ফাইলে ছিল নথিপত্র৷ ইডি সূত্রে খবর, নথি জমা দিতেই এসেছিলেন জ্যোতিপ্রিয়-কন্যা। যদিও রবিবার ইডির কাছে নথি জমা দিতে পারেননি। কয়েক মিনিটের মধ্যেই সিজিও থেকে বেরিয়ে যান মন্ত্রী-কন্যা। সংবাদমাধ্যমকে এড়িয়ে গাড়িতে উঠে পড়েন তিনি৷  সোমবার একই ভাবে ইডি-র দফতরে আসেন মন্ত্রীর দাদা দেবপ্রিয়৷ সকাল ১০টা নাগাদ তিনি সিজিও পৌঁছন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + sixteen =