তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টায় অভিযুক্ত বিজেপি নেতার ভাই

তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টায় অভিযুক্ত বিজেপি নেতার ভাই

 

সিউড়ি: এবার শাসকদলের বুথ সভাপতিকে প্রকাশ্য রাস্তায় খুনের চেষ্টার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে৷ বীরভূমের রাজ নগরের ঘটনা৷ ইতিমধ্যে অভিযুক্ত পল্টু দাসকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্ত সম্পর্কে স্থানীয় বিজেপি নেতার ভাই৷ স্বভাবতই, তৃণমূলের অভিযোগ পরিকল্পিতভাবে বিজেপি খুন করার চেষ্টা করেছিল৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা৷

জখম তৃণমূল নেতার নাম বাসুদেব মণ্ডল৷ তৃণমূলের রাজনগরের পূর্ব বাজারের বুথ সভাপতি৷ হাসপাতালের বেডে শুয়ে বাসুদেব বলেন, ” আজ সকালে বাড়ি থেকে বেড়ানোর পর রাজনগর বাজারে আচমকায় পল্টু আমার ওপর হামলা চালায়৷ কিছু বুঝে ওঠার আগে আগেই ও আমাকে জড়িয়ে ধরে পেটে ছুরি মারে৷ স্থানীয়রা ছুটে এসে আমাকে না বাঁচালে হয়তো মারা যেতাম৷’’ বাসুদেবের দাবি, ‘‘তাঁকে প্রাণে মেরে ফেলতেই বিজেপিত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে৷’’

বিজেপির তরফে অবশ্য দাবি করা হয়েছে, পুরোটাই ব্যক্তিগত আক্রোশের ঘটনা৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷ তবু প্রচারের জন্য তৃণমূল নেতা বিজেপিকে দোষারোপ করছে৷ পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷ রাজনীতির যোগ আছে কি না, তারও খোঁজ খবর নেওয়া হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 2 =