ব্রয়লার মুরগি থেকে ছড়াচ্ছে করোনা, গুজবে মাথায় হাত ব্যবসায়ীদের

ব্রয়লার মুরগি থেকে ছড়াচ্ছে করোনা, গুজবে মাথায় হাত ব্যবসায়ীদের

1ee66980d1d9d6b951f47caa1c9de164

ইংরেজবাজার: বয়লার থেকে নাকি ছড়াচ্ছে করোনাভাইরাস , সোশ্যাল মিডিয়ায় এরকম গুজবের ঠেলায় পড়ে এখন মাথায় হাত পড়েছে মুরগি বিক্রেতাদের। এরকম বিভ্রান্তিকর প্রচার সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে শুরু করায় এখন অনেকেই বয়লার মুরগি কেনা ছেড়ে দিয়েছেন।  যার কারণে রীতিমতো দুশ্চিন্তার মুখে পড়েছেন মুরগি বিক্রেতারা।দুদিন আগেও যে বয়লার কিলো প্রতি ২০০ টাকা ছিল, তা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে।

পাশাপাশি অনেকেই বয়লার মুরগির খাওয়ার সাহস দেখাচ্ছেন না। এর জন্য সোশ্যাল মিডিয়ায় বয়লারে করোনাভাইরাসের ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর প্রচারকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ,  কিছু মানুষ ষড়যন্ত্র করেই এরকম ভিত্তিহীন প্রচার শুরু করেছে। যার কারণে গরিব মুরগি বিক্রেতারা ব্যবসায় লোকসানের মুখে পড়েছেন। অবিলম্বে এব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে মালদার মাংস বিক্রেতারা দাবি করেছেন।

কি লেখা রয়েছে ওই বিভ্রান্তিকর মূলক প্রচারে – প্রথম একটি রোগাক্রান্ত বয়লার মুরগির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে, এরকম ভাবেই নাকি বয়লারে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এমনকি এই কথা ও ছবি দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য ওই বার্তায় বলা হচ্ছে। তবে কারা এবং কোন উদ্দেশ্যে এই ধরনের বিভ্রান্তিকর প্রচার শুরু করেছে। সেই সম্পর্কে অবশ্য এখনও কিছু জানতে পারেনি জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। তবে শুধু সাধারণ মানুষই নয় জেলা প্রশাসনের একাংশ কর্তাদের মধ্যেও এরকম বিভ্রান্তিকর প্রচারেও উদ্বেগ তৈরি হয়েছে।

যদিও এব্যাপারে প্রাণিসম্পদ দপ্তরের এক কর্তা জানিয়েছেন, এরকম ঘটনা কখনোই সঠিক নয়। শীতকালে অনেক সময় কোন কোন মুরগির রানীক্ষেত নামক রোগ দেখা দেয়।কিন্তু তাতে ভয়ের কিছু নেই । তা বলে যে এরকম রোগের কথা বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। সাধারণ মানুষ এতে বিভ্রান্তির মুখে পড়ছেন এবং আতঙ্ক ছড়াচ্ছে। পুলিশ ও প্রশাসনকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

মালদা জেলা মুরগি ব্যবসায়ী সমিতির সদস্য সুমিত পোদ্দার বলেন, মালদা শহরের অনেক বাজার রয়েছে । এমনকী, জেলায় অসংখ্য হাট রয়েছে। দুই হাজারেরও বেশি মুরগি বিক্রেতা এই ব্যবসা করে তাদের সংসার চালান। এছাড়াও গ্রামীণ এলাকার বহু বাড়িতে মুরগি পালন করা হয়। হঠাৎ করে এরকম এক বিভ্রান্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে করোনাভাইরাসের কথা বলে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। যার ফলে মুরগির ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন। ব্যবসাতেও লোকসান দেখা দিতে শুরু করেছে। মানুষ সোশ্যাল মিডিয়ার এই বিভ্রান্তিকর প্রচারে এখন বয়লার কিনতে সাহস পাচ্ছেন না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের হস্তক্ষেপের দাবি করছি। যদিও জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *