ব্রিগেড সমাবেশ: জানেন কত হাজার বাস তুলে নিচ্ছে জেলা তৃণমূল

বারাসত: আগামী ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশে ভিড়ের রেকর্ড গড়তে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উত্তর ২৪ পরগনা থেকে প্রায় ছ’লক্ষ কর্মীকে হাজির করানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। ট্রেন ছাড়াও জেলা থেকে কর্মীদের নিয়ে যাওয়ার জন্য প্রায় পৌনে দু’হাজার বাস এবং এক হাজার লরি বুকিং করা হয়ে গিয়েছে। তবে, ওইদিন সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে যাতে দুর্ভোগে না পড়েন, তার

ব্রিগেড সমাবেশ: জানেন কত হাজার বাস তুলে নিচ্ছে জেলা তৃণমূল

বারাসত: আগামী ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশে ভিড়ের রেকর্ড গড়তে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উত্তর ২৪ পরগনা থেকে প্রায় ছ’লক্ষ কর্মীকে হাজির করানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। ট্রেন ছাড়াও জেলা থেকে কর্মীদের নিয়ে যাওয়ার জন্য প্রায় পৌনে দু’হাজার বাস এবং এক হাজার লরি বুকিং করা হয়ে গিয়েছে। তবে, ওইদিন সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে যাতে দুর্ভোগে না পড়েন, তার জন্য প্রতি রুটে দু’জোড়া করে বাস রাখার ‘অভিনব’ সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। জেলা নেতৃত্ব প্রতিটি ব্লক ও টাউন নেতৃত্বকে জানিয়ে দিয়েছে, কোনও রুট থেকে সমস্ত বাস তুলে নেওয়া চলবে না। সাধারণ মানুষের জন্য দু’জোড়া বাস রেখে বাস বুকিং করতে হবে। জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, কৃষ্ণনগর-শিয়ালদহ, হাসনাবাদ-শিয়ালদহ এবং বনগাঁ-শিয়ালদহ মিলিয়ে জেলায় তিনটি ট্রেন রুট রয়েছে। বেশিরভাগ কর্মীই ট্রেনে করে শিয়ালদহে নামবেন। সেখান থেকে তাঁরা মিছিল করে সমাবেশে গিয়ে পৌঁছাবেন। কিন্তু, যে সব এলাকা থেকে স্টেশন অনেক দূর সেই সব এলাকার কর্মীদের জন্য স্থানীয়ভাবে বাস এবং লরি বুকিং করা হচ্ছে। গত রবিবার পর্যন্ত ১২০০ বেসরকরি বাস বুকিং করা হয়েছে। আরও ৫০০ সরকারি বাস বুকিং করার প্রক্রিয়া চলছে। ৯০০ লরিও বুকিং করা হয়ে গিয়েছে। জেলা থেকে একই ফর্ম ছাপিয়ে বুকিং করা হয়েছে এবং প্রত্যেককে অগ্রিম টাকাও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + six =