ব্রিগেড সমাবেশ: আজ, দেশের স্বাধীনতা বিপন্ন, মন্তব্য শারদ যাদবের

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত হতে চলেছে আজ, শনিবার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে৷ ‘ডাক দিয়েছেন মমতা, ব্রিগেড চলো জনতা’ এই স্লোগান নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্রিগেড সমাবেশ৷ ব্রিগেডের জনসমুদ্রকে সম্বোধন করে মোদির বিরুদ্ধে কড়া

ব্রিগেড সমাবেশ: আজ, দেশের স্বাধীনতা বিপন্ন, মন্তব্য শারদ যাদবের

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত হতে চলেছে আজ, শনিবার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে৷ ‘ডাক দিয়েছেন মমতা, ব্রিগেড চলো জনতা’ এই স্লোগান নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্রিগেড সমাবেশ৷ ব্রিগেডের জনসমুদ্রকে সম্বোধন করে মোদির বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দিলেন মহাজোটের তাবড় নেতারা৷

শনিবার মমতার ডাকা ব্রিডেগ সমাবেশে উপস্থিত হয়ে মোদির বিরুদ্ধে মুখ খুললেন জেডিইউ ছেড়ে আসা শারদ যাদব৷ বলেন, ‘‘দেশের গণতন্ত্র আজ ভেঙে পড়েছে৷ নোটবাতিল দেশের অর্থনীতি ক্ষতি করেছে৷ কৃষক অনাহারে মরছে৷ আজ, দেশের স্বাধীনতা বিপন্ন৷ দেশকে রক্ষা করতে আমরা আজ জোট বেধেছে৷ দেশকে রক্ষ করতে আপনাদের সমর্থন পাওয়া জরুরি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 10 =