কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত হতে চলেছে আজ, শনিবার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে৷ ‘ডাক দিয়েছেন মমতা, ব্রিগেড চলো জনতা’ এই স্লোগান নিয়ে ইতিমধ্যেই লাখদু’য়েক তৃণমূল সমর্থক পৌঁছে গিয়েছে ব্রিগেডে৷ আজ, শনিবার সকাল থেকে স্লোগানমুখর সেই জনস্রোত ব্রিগেড সমাবেশ ঘিরে থাকা অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছে সবাই৷ ব্রিগেডের সেই জনসমুদ্রকে সম্বোধন করে মমতা তথা মহাজোটের বাকি নেতারা কী বার্তা দেন, তা জানতেই মুখিয়ে সব রাজনৈতিক পক্ষ৷
গোটা দেশের রাজনীতির ভরকেন্দ্র এখন বাংলা৷ ব্রিগেডের সমাবেশ অংশ নিতে চলে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, এনসিপি প্রধান শারদ পাওয়ার, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী টি আর বালু, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং, মিজোরামের বিরোধী দলনেতা পু লালধুয়ামা, বিদ্রোহী বিজেপি এমপি শত্রুঘ্ন সিনহা, যশোবন্ত সিনহা, মায়াবতীর প্রতিনিধি সতীশ মিশ্র, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি’র সেকেন্ড-ইন-কমান্ড তেজস্বী যাদবের মতো আরও অনেকে কেউ বেশি রাতে কেউ আবার আজ, শনিবার সকালে কলকাতায় এসে পৌঁছেছেন৷ সমাবেশের অনেক আগেই সবমিলিয়ে তৃণমূলের ইউনাইটেড ইন্ডিয়া র্যালি, আক্ষরিক অর্থেই গোটা দেশের বিরোধী মহাজোটের আকার নিয়েছে৷ কলকাতায় পৌঁছে যাওয়া সর্বভারতীয় নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে দেখা করেন তৃণমূল সুপ্রিমো৷ উত্তরীয় আর পুষ্পস্তবক দিয়ে তাঁদের স্বাগত জানান৷