ব্রিগেড সমাবেশ: রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর দাবি জানানো স্ট্যালিন মুখে দিদির প্রশংসা

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত হতে চলেছে আজ, শনিবার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে৷ ‘ডাক দিয়েছেন মমতা, ব্রিগেড চলো জনতা’ এই স্লোগান নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্রিগেড সমাবেশ৷ ব্রিগেডের জনসমুদ্রকে সম্বোধন করে মোদির বিরুদ্ধে কড়া

ee91914c9d5098c6a2b47006362d1a0e

ব্রিগেড সমাবেশ: রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর দাবি জানানো স্ট্যালিন মুখে দিদির প্রশংসা

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত হতে চলেছে আজ, শনিবার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে৷ ‘ডাক দিয়েছেন মমতা, ব্রিগেড চলো জনতা’ এই স্লোগান নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্রিগেড সমাবেশ৷ ব্রিগেডের জনসমুদ্রকে সম্বোধন করে মোদির বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দিলেন মহাজোটের তাবড় নেতারা৷

শনিবার মমতার ডাকা ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়ে মোদির বিরুদ্ধে মুখ খুললেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন৷ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর দাবি জানানো স্ট্যালিন গাইলেন মমতা জয়৷ নিজের ভাষায় ভাষণ দিয়ে মমতাকে দিদি বলে সম্বোধন করেন তিনি৷ এদিন তিনি বলেন, ‘‘২০১৯-এর লড়াই আজ ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম৷ দেশে আজ সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে৷পরাজয় নিশ্চিত বুঝে গিয়েছেন মোদি, ভয়ও পেয়েছেন৷’’ এদিন জিএসটি, নোটবন্দি, রাফাল ও সিবিআই নিয়ে মুখ খোলেন তিনি৷ বলেন, ‘‘মোদি ক্ষমতায় এলে দেশ আরও ৫০ বছর পিছিয়ে যাবে৷ মমতা দিদিকে জমের মতো ভায় পরাই মোদি, অমিত শাহরা৷ ওঁরা কলকাতায় আসতেও ভয় পাই৷ দিদি যখন ডাকবে, আমি তখনই আসব৷ কথা দিচ্ছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *