ব্রিগেড সমাবেশ: তীব্র যানজটে নাকাল শহর, কোন পথে মিলবে ‘মুক্তি’?

কলকাতা: আজ এ রাজ্যের শাসকদল তৃণমূলের ব্রিগেড সমাবেশ। তবে এবারের ব্রিগেড আর পাঁচটা ব্রিগেড সমাবেশের থেকে কিছুটা হলেও যেন ভিন্ন। শাসক শিবিরের দাবি, জাতীয় রাজনীতিতে মোদি বিরোধী শক্তির কার্যত মিলনক্ষেত্র হতে চলেছে এবারের সমাবেশ। ফলে এ রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত দু’ডজন কেন্দ্রীয় নেতা থেকে মুখ্যমন্ত্রীরা আসছেন শহরে। একদিকে সমাবেশে আসা

ব্রিগেড সমাবেশ: তীব্র যানজটে নাকাল শহর, কোন পথে মিলবে ‘মুক্তি’?

কলকাতা: আজ এ রাজ্যের শাসকদল তৃণমূলের ব্রিগেড সমাবেশ। তবে এবারের ব্রিগেড আর পাঁচটা ব্রিগেড সমাবেশের থেকে কিছুটা হলেও যেন ভিন্ন। শাসক শিবিরের দাবি, জাতীয় রাজনীতিতে মোদি বিরোধী শক্তির কার্যত মিলনক্ষেত্র হতে চলেছে এবারের সমাবেশ। ফলে এ রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত দু’ডজন কেন্দ্রীয় নেতা থেকে মুখ্যমন্ত্রীরা আসছেন শহরে। একদিকে সমাবেশে আসা বাস, ম্যাটডোরের লম্বা লাইন। তো অন্যদিকে দেশের ভিভিআইপিদের যাত্রাপথ সুগম করতে তৎপর থাকতে হবে কলকাতা পুলিশকে। সবমিলিয়ে শনিবার যানজটে স্তব্ধ হতে পারে মিছিলনগরী কলকাতা৷

ব্রিগেডের দিকে যাওয়ার রাস্তা শিয়ালদহ, মৌলালি, এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং ও বেলেঘাটা মেন রোড, সিআইটি রোড, এজেসি বোস রোড, লেনিন সরণী, এপিসি রোড সংলগ্ন এলাকায় যানজট তৈরি হয়েছে৷ হাওড়া স্টেশন থেকে ব্রাবোর্ন রোড হয়ে মিছিলের জেরেও স্তব্ধ রাস্তা৷ স্ট্র্যান্ড রোড, এম জি রোড সংলগ্ন এলাকায় যানজটের রয়েছে৷ আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিট হয়ে ব্রিগেডের মিছিল রয়েছে৷ বি টি রোড ধরে শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, ডোরিনা ক্রসিং দিয়ে ব্রিগেডে মিছিল চলছে৷ ফলে বিবেকানন্দ রোড, গিরিশ, পার্ক, এপিসি রোড, বউবাজার, আমহার্স্ট স্ট্রিটের মতো রাস্তায় যানজট রয়েছে৷

লালবাজারের পরামর্শ, হাওড়া থেকে ট্রেন ধরতে হলে, শনিবার বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া গেলে বাড়তি সুবিধা মিলবে। তেমনই, শহরের পশ্চিম প্রান্ত অর্থাৎ বেহালা, ঠাকুরপুকুর এলাকা থেকে বিমানবন্দরে ফ্লাইট ধরার থাকলে, করুণাময়ী ব্রিজ, আনোয়ার শাহ কানেক্টর হয়ে বাইপাস ধরে গেলে ভাল হয়৷ আপৎকালীন পরিস্থিতিতে কেউ রাস্তায় আটকে পড়লে, প্রয়োজনে কলকাতা পুলিশের ‘১০০ ডায়াল’-এ ফোন করলে সাহায্য মিলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =