ব্রিগেড সমাবেশ: রাফালে দুর্নীতি নিয়ে চুপ, “ওয়াকাই চৌকিদার চোর হ্যায়”

আজ বিকেল : শত্রুঘ্ন সিনহা বহত জান হ্যায়, এত বড় সমাবেশ আগে দেখিনি, এতো বোন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশ্মা। বোনের ডাকে দেশের অগ্রগতিতে কলকাতায় চলে এসেছি। নতুন নেতা দেওয়ার জন্য আমরা এখানে মিলিত হয়েছি, একটাই উদ্দেশ্য পরিবর্তন সবাই তাই চান।যদি সত্যি বলা অপরাধ হয় তাহলে আমি অপরাধী। এরজন্য যদি বিজেপি আমাকে দল থেকে তাড়ায় তাতে দুঃখ

86d4a397e36cb6db20444138f395dfb7

ব্রিগেড সমাবেশ: রাফালে দুর্নীতি নিয়ে চুপ, “ওয়াকাই চৌকিদার চোর হ্যায়”

আজ বিকেল : শত্রুঘ্ন সিনহা বহত জান হ্যায়, এত বড় সমাবেশ আগে দেখিনি, এতো বোন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশ্মা। বোনের ডাকে দেশের অগ্রগতিতে কলকাতায় চলে এসেছি। নতুন নেতা দেওয়ার জন্য আমরা এখানে মিলিত হয়েছি, একটাই উদ্দেশ্য পরিবর্তন সবাই তাই চান।যদি সত্যি বলা অপরাধ হয় তাহলে আমি অপরাধী। এরজন্য যদি বিজেপি আমাকে দল থেকে তাড়ায় তাতে দুঃখ নেই, আমি প্রথমে জনতার তারপর বিজেপির। ব্যক্তির থেকে দল বড় আর দলের থেকে দেশ বড়। অটল বিহারী বাজপেয়ীর সময় লোকতন্ত্র ছিল, আর মোদির সময় বিজেপির রাজ। রাতারাতি নোট বাতিল ঘোষণা করেদিলেন, একবারও কি বিজেপি দেশের সাধারণ মানুষের কথা ভবেছে, তাঁদের কি হবে। এটা দলীয় ইচ্ছা ছিল না, এটা শুধু মোদির ইচ্ছায় হয়েছে।

মহিলারা যে বাড়িতে টাকা জমা করতেন একটু একটু করে, সেই টাকা নোট বাতিলের জেরে উধাও হয়ে গেল। এহেন কাজ করার অধিকার বিজেপিকে কে দিয়েছে। মানুষ জবাব দিয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে। বিজেপিকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। রাফালে দুর্নীতি বিজেপির মুকুটে অন্যায়ের নয়া পালক। যুদ্ধবিমান নিয়ে দুর্নীতি করে আপনি দেশের জনতার থেকে সেই তথ্য লুকিয়ে রাখছেন, এরপর তো জনতা বলবেই সত্যিই চৌকিদার চোর। ১২৬ যুদ্ধবিমান প্রয়োজন এইচএল নামের পুরনো সংস্থা যুদ্ধ বিমান তৈরির বরাত পায়নি, পেল নতুন সংস্থা যেটি চাকা পর্যন্ত তৈরি করেনি কখনও। এনিয়ে সবসময় মোদি মুখে কুলুপ এঁটে রয়েছেন, লোক তো বলবেই চৌকিদার চার। যত দিন না দেশের ভাল করছেন ততদিন আপনার মেক ইন ইন্ডিয়া মেড ইন চায়না হয়ে যাবে। একদিকে মুদ্রা যোজনা করছে, অন্যদিকে গ্যাসের দাম আকাশছোঁয়া। তাই দেশ বাঁচাতে একজোট হতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *