কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল অনেক আগেই৷ এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জোটের রণকৌশল চূড়ান্ত হতে চলেছে আজ, শনিবার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে৷ ‘ডাক দিয়েছেন মমতা, ব্রিগেড চলো জনতা’ এই স্লোগান নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্রিগেড সমাবেশ৷ ব্রিগেডের জনসমুদ্রকে সম্বোধন করে মোদির বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দিলেন মহাজোটের তাবড় নেতারা৷
শনিবার মমতার ডাকা ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়ে মোদির বিরুদ্ধে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ বলেন, ‘‘মোদি বলেছিলেন, বছরে দুকোটি চাকরি দেবেন৷ কিন্তু, পাঁচ বছর পর লাখ লাখ মানুষের চাকরি খেয়েছেন৷ মুখে চাকরি দেওয়ার কথা বলে মোদি-অমিত শাহরা বিমা সংস্থার থেকে কাট মানি খাচ্ছে৷বিজেপি যদি ক্ষমতায় আসে দেশকে ভেঙে টুকরো টুকরো করে দেবে৷ ওরা ফের ক্ষমতায় আসলে সংবিধান বদলে দেবে৷’’ এদিন নোটবন্দি, কৃষি ঋণ, কর্মসংস্থান থেকে শুরু করে রাফাল ইস্যু তুলে মোদিকে আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘জোট জিতলে কে প্রধানমন্ত্রী হবেন, এই প্রশ্ন করছে বিজেপি৷ কিন্তু, আমি বলছি, ২০১৯-এর নির্বাচন প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন নয়, এটা বিজেপিকে তাড়ানোর, এটা দেশ বাঁচানোর লড়াই৷’’