‘ব্রিগেডই সবকিছুর মাপকাঠি নয়’, মোদীর মেগা সমাবেশের আগে মন্তব্য দিলীপের

‘ব্রিগেডই সবকিছুর মাপকাঠি নয়’, মোদীর মেগা সমাবেশের আগে মন্তব্য দিলীপের

কলকাতা:  ভোট মরশুমে আজ ‘মেগা’ রবিবার৷ একদিকে ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অন্যদিকে শিলিগুড়িতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি৷ ব্রিগেডের মঞ্চ থেকে আজ ফের পরিবর্তনের ডাক দেবেন নমো৷ আজকের সভা থেকেই প্রধানমন্ত্রীর হাত ধরে গেরুয়া শিবিরে অভিষেক হবে মিঠুন চক্রবর্তীর৷ এদিনের জনসভা নিশ্চিতভাবেই বিজেপি’র কাছে তাৎপর্যপূর্ণ৷ তবে ব্রিগেডই সবকিছুর মাপকাঠি নয়৷ মোদীর সভার আগে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ৷ 

আরও পড়ুন-  তৃণমূলের অন্দরে বিদ্রোহের মাঝেই প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেসও, দেখুন বিস্তারিত

প্রতিদিনের মতো এদিনও ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি৷ সেই সময়ই তিনি বলেন, ব্রিগেড গ্রাউন্ড থেকে সোনার বাংলা গড়ার ডাক দেওয়া হবে৷ নিশ্চিত ভাবেই ব্রিগেড গুরুত্বপূর্ণ৷ তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়৷ বামেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১১ এবং ২০১৬ সালে ব্রিডেগ মাঠ ভরিয়েও হেরেছিল তারা৷ তবে বিজেপি’র ব্রিগেডের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ দুপুর ২টো নাগাদ ব্রিগেডে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঞ্চে থাকবেন মিঠুন চক্রবর্তী৷ তিনিও আজ বক্তব্য রাখবেন৷ গতকাল রাতেই শহরে এসে গিয়েছেন অভিনেতা৷ বিজেপিতে যোগদানের কথা সরাসরি স্বীকার না করলেও মিঠুন বলেন, ‘‘ব্রিগেডে বক্তব্য রাখব৷ কিছু তো নিশ্চই হবে৷’’ এমনকী শনিবার কলকাতায় আসার পরই তিনি দেখা করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে৷ তারপর থেকে রাজনৈতিক মহলে জোড় গুঞ্জন, মিঠুনের গেরুয়া হওয়া শুধু সময়ের অপেক্ষা৷ 

আরও পড়ুন- আর্দশ বিক্রিতে নারাজ বাম শিবির! তৃণমূল নেতার প্রত্যাবর্তনের আর্জি ফেরাল ফরওয়ার্ড ব্লক

ব্রিগেড সমাবেশে যোগ দিতে গতকাল রাত থেকেই প্রতিটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা আসতে শুরু করেছেন৷ সকাল থেকে ভরে গিয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড৷ কাটোয়া, খড়গপুর থেকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ব্রিগেডমুখে রওনা দেন বিজেপি সমর্থকরা৷ কারও মুখে হনুমানের মুখোশ, কেউ আবার সেজেছেন গোপাল ভাঁড়৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − thirteen =