বাড়ি থেকে বেরিয়ে হোটলে বধূর দেহ উদ্ধার, উধাও প্রেমিক

ডানকুনি: দেড় মাসের বাচ্চাকে হাওড়ায় ডাক্তার দেখানোর নাম করে বুধবার দুপুরে লিলুয়ার ভট্টনগরের বাড়ি থেকে বেরিয়েছিলেন পিঙ্কি ঘোষ (২৩) নামে এক গৃহবধূ। কিন্তু, সন্ধ্যায় ডানকুনি হাউসিং সংলগ্ন একটি লজ থেকে ওই পিঙ্কির দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিস জানতে পেরেছে, পিঙ্কিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ডানকুনির চাকুন্দির এক

বাড়ি থেকে বেরিয়ে হোটলে বধূর দেহ উদ্ধার, উধাও প্রেমিক

ডানকুনি: দেড় মাসের বাচ্চাকে হাওড়ায় ডাক্তার দেখানোর নাম করে বুধবার দুপুরে লিলুয়ার ভট্টনগরের বাড়ি থেকে বেরিয়েছিলেন পিঙ্কি ঘোষ (২৩) নামে এক গৃহবধূ। কিন্তু, সন্ধ্যায় ডানকুনি হাউসিং সংলগ্ন একটি লজ থেকে ওই পিঙ্কির দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে।

ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিস জানতে পেরেছে, পিঙ্কিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ডানকুনির চাকুন্দির এক যুবকই এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তবে পিঙ্কি ডাক্তার দেখানোর নাম করে হাওড়ার পরিবর্তে ডানকুনিতে এলেন কেন? কেন ডানকুনির এক যুবককে তাঁর লজের ঘরে নিয়ে গেলেন? তাহলে কি ওই যুবকের সঙ্গে আগে থেকেই কোনও সম্পর্ক ছিল পিঙ্কির। আর তা যদি হয় তাহলে কেনই বা ওই যুবক ডানকুনিতে তাঁকে ডেকে আনার পর খুন করল। পিঙ্কির মৃত্যুর পর বেশ কয়েকটি প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। তদন্তে পুলিসের অনুমান, লজের ওই ঘর থেকেই তাঁর দেড় মাসের শিশুকে উদ্ধার করে পুলিস। পরে পুলিস পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওই শিশুকে তার পরিবারের হাতে তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + thirteen =