কলকাতা: বদলি নিতে হলে দিতে হবে ১ লক্ষ ২৫ হাজার টাকা! এজলাসে অডিও রেকর্ডিং শুনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই চাপে রয়েছে রাজ্য সরকার। একাধিক অভিযোগে কার্যত বিদ্ধ তারা। এদিকে নাগাড়ে চলছে এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন, সঙ্গে রয়েছে বদলি নিয়ে সমস্যা। এদিকে যে বিচারপতিকে নিয়েও বিক্ষোভ দেখা দিয়েছে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই শুনলেন বিস্ফোরক অডিও। যদিও এই অডিওর সত্যতা আজ বিকেল ডট কম যাচাই করেনি।
আরও পড়ুন- ‘ধর্ষণ করেছে তৃণমূল নেতার ভাগ্নে, ছেলে ফেঁসে গিয়েছে’ হাঁসখালি কাণ্ডে ফাঁস বিস্ফোরক অডিয়ো
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের মানসুকা লক্ষ্মী নারায়ণ হাই স্কুলের সহকারী শিক্ষক গণেশ রজক বদলির আবেদন করেন। প্রথম দফায় স্কুল তাঁর আবেদন খারিজ করে দেয়। কিন্তু পরে একজনের মারফত ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামীর সঙ্গে কথা হয় তাঁর। সেখানে ফোনে তাঁর কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা দাবি করেন অসিত। তিনি এও জানান, আগে যাঁরা বদলি নিয়েছেন তাঁরাও টাকা দিয়েছেন। এই ইস্যুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু’পক্ষের হলফনামা চেয়েছেন। জানান হয়েছে, সব কিছুই লিখিত ভাবে আদালতে কাল পেশ করতে হবে মামলাকারীকে। এদিকে আবেদনকারী পক্ষের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের বাবা চোখে দেখতে পান না। মাও অসুস্থ। সেই কারণেই বদলি চাওয়া হয়েছিল। আগামী কাল এই মামলার পরবর্তী শুনানি।