কলকাতা: শুক্রবার পুরসভার শাসক দলের কাউন্সিলর দের বৈঠক হয়। আগামী সোমবার মেয়র নির্বাচন নিয়েই আলোচনা হয়। এই বৈঠকে ১২২জনের মধ্যে ৮জন উপস্থিত ছিলেন না। অনুপস্থিতির তালিকায় ছিলেন মেয়র পদে সদ্য পদত্যাগী শোভন চাটার্জিও। সূত্রের খবর, পুরসাভার চেয়ারপার্সন মালা রায় নির্বাচনের দিন যাতে সবার ভোট তাঁদের প্রার্থী পায় তা নির্দেশ দেন। প্রসঙ্গত, সোমবার দুপুরে ১ টা থেকে ২.৩০ পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। গোপন ব্যলটে ভোট গ্রহণ হবে।
