দূষণ রুখতে জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে আর্জি পেশ ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির

দূষণ রুখতে জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে আর্জি পেশ ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির

হাওড়া: করোনাকালে বায়ু দূষণ আরও বেশি করে ভাবাতে শুরু করেছে পরিবেশবিদের৷ বায়ু দূষণ রুখতে এই বছর বাজি বিক্রি ও ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আদালত৷ আদালতের নির্দেশ অনুযায়ী বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের  জন্য বৃহস্পতিবার হাওড়ার জেলা শাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারিন্টেনডেন্টের কাছে আবেদন জানাল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, হাওড়া চ্যাপ্টার। একই সঙ্গে হাওড়ার সমস্ত থানার ইন্সপেক্টর ইনচার্জের কাছেও  আবেদন জানানো হয়। 

আরও পড়ুন- ‘দিদি’র উদ্যোগে ৭ লক্ষের যন্ত্র বিনামূল্যে, শ্রবণশক্তি ফিরে পাওয়ার অপেক্ষায় একরত্তি

এদিন এজেসি বোস বি গার্ডেন থানায় আবেদন জানায় ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি অনুমোদিত জিলস্ সায়েন্স ফোরাম। পরিবেশকে সুরক্ষিত রাখতে দীপাবলিতে সাধারণ মানুষ যাতে আজস বাজি বর্জন করে, বেশ কিছুদিন ধরেই  পরিবেশ সেই আবেদন জানিয়ে আসছে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি৷ সর্বস্তরের মানুষের কাছে এই আবেদন  জানানো হয়েছে৷  কোভিড  পরিস্থিতির মধ্যে বায়ু দূষণের  ফল কি ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ে প্রচার ও সচেতন করার কাজও করে চলেছে অনবরত।

আরও পড়ুন- বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ বেচারাম মান্নার, তুঙ্গে চর্চা

সম্প্রতি  কলকাতা হাইকোর্ট সমস্ত রকমের আতসবাজি ক্রয়-বিক্রয় ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। হাইকোর্টের এই রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট৷ এই নির্দেশ কার্যকর করতে বেশ কতগুলি দাবি জানিয়েছেন তাঁরা৷ 
 

১)  বাজি বিক্রি ও ব্যবহার যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা প্রতিটি এলাকায় প্রচার করতে হবে।
২) আতসবাজির বিক্রি ও ব্যবহার হলেই তা বাজেয়াপ্ত করে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ  করতে হবে।
৩) দ্রুত বিভিন্ন স্থানে ভিজিট করে সমস্ত আতসবাজি বাজেয়াপ্ত করতে হবে।
৪) ডিজে বাজানো যাতে পুরোপুরি বন্ধ হয় তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করতে হবে। 
৫) রাত্রি দশটার পরে যাতে প্রকাশ্যে বক্স বা মাইক না বাজে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬) অযথা সময় নষ্ট না করে এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *