কলকাতা: সপ্তাহ শেষে অফিস টাইমে ট্রেন দুর্ভোগ৷ স্তব্ধ মেন লাইনের ট্রেন চলাচল৷ শ্যামনগরে সিগন্যাল বিকল৷ সিগন্যাল বিকল হওয়ায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন৷
শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ শ্যামনগর স্টেশনে সিগন্যালিংয়ে ত্রুটি দেখা যায়৷ আর তার জেরে ব্যারাকপুর থেকে নৈহাটি পর্যন্ত ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়ে। সপ্তাহ শেষে চূড়ান্ত সমস্যায় পড়েন যাত্রীরা৷ সিগন্যাল বিকল হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর সিগন্যাল মেরামতিতে হাত লাগিয়েছে রেলন কর্মীরা৷ ম্যানুয়াল সিগন্যালের মাধ্যমে ধীরে ধীরে ট্রেন চালানোর চেষ্টা চলছে৷
এদিন সাতসকালে ট্রেন দুর্ভোগে পড়ে চূড়ান্ত সমস্যায় পড়েন বহু যাত্রী৷ ট্রেন বাতিল হওয়ায় নিত্যযাত্রীরা চরম অসুবিধার মধ্যে পড়েছেন। বিভিন্ন স্টেশনে ছিল নিত্যযাত্রীদের ভিড়। যেকটি ট্রেন চলেছে তা ছিল ভিড়ে ঠাসা। নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে চলছে একাধিক ট্রেন। সকাল সাড়ে সাতটা নাগাদ শ্যামনগর স্টেশনের চারটি লাইনেই সিগন্যালিংয়ে ত্রুটি ধরা পড়ে। যার জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়৷
গত ৭ ফেব্রুয়ারি টানা তিনদিন পরিষেবা নিয়ন্ত্রণ করে কাঁকিনাড়া ও নৈহাটি স্টেশনের মাঝে চতুর্থ লাইনে ইন্টারলকিংয়ের কাজ। শিয়ালদহ-রানাঘাট শাখায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকে৷ বাতিল হয় ১১৪টি ট্রেন৷ কিন্তু, ইন্টারলকিংয়ের কাজ শেষ হওয়ার পরও কীভাবে সিগন্যাল বিকল হল? সিগন্যাল দেখভালের ব্যবস্থা কি ঠিকঠাক ছিল না? প্রশ্ন যাত্রীদের৷