কলকাতা: মাতৃ শক্তির আরাধনায় এবার ৪৩ তম বর্ষে পদার্পন করল রাজারহাট দশদ্রণ ব্যায়াম সমিতি শ্যামা পুজো কমিটি। এবছর তাদের থিম ব্রেকিং নিউজ। এক মাস তেরো দিন ধরে এই মন্ডপ তৈরিতে সময় লেগেছে। এই মন্ডপ তৈরিতে বাঁশ প্লাই ও সবথেকে বেশি খবরের কাগজ দিয়ে নানান কারুকার্য করা হয়েছে।
থিমের নাম ব্রেকিং নিউজ কেন? ক্লাবের সভাপতি চন্দন প্রধান ও কার্যকরী সভাপতি প্রশান্ত সামন্ত জানান, তার কারণ আমরা যখন বা খবরের কাগজে সংবাদ দেখি সেই সময় মুখ্য মুখ্য সংবাদগুলো ব্রেকিং নিউজের মাধ্যমে আমাদের সামনে আসে। সেই কারণে এবার আমরা সংবাদপত্রকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছি৷ অতীত এবং বর্তমানের মেলবন্ধনে এটা সৃষ্টি করা হয়েছে। যার মধ্যে করোনা পরিস্থিতি, প্রথম বিশ্বকাপ জয়, টেলিভিশন কম্পিউটার কিভাবে কখন আবিস্কার হয়েছে সেই খবর, করোনায় যে সকল প্রিয় মানুষদের হারিয়েছি সেই খবর -এরকম বহু পুরানো এবং নতুন খবরের মেলবন্ধনে তুলে ধরা হয়েছে।
ঝাড়বাতি থেকে শুরু করে মন্ডপ সজ্জা সবকিছুই নিখুঁতভাবে খবরের কাগজ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। স্বভাবতই এহেন মণ্ডপ দেখতে এদিন বিকেল থেকে মানুষের ভিড় চোখে পড়ার মতো৷ দর্শনার্থীরা বলছেন, অনেক ধরণের থিমের কথা শুনেছি৷ কিন্তু ব্রেকিং নিউজও যে থিম হতে পারে, সেটা আমাদের কল্পনায় ছিল না৷ অন্যদিকে করোনা বিধি রক্ষা করার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি ক্লাবের তরফ থেকেও বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয়েছে৷ একই সঙ্গে করোনা সচেতনতার বার্তাও দিচ্ছেন ক্লাব সদস্যরা৷