ইংরেজবাজার: পাত্রপক্ষের অতিরিক্ত পণের দাবির বিরোধিতা করে নিজের বিয়ে নিজেই ভেঙে দিলেন পাত্রী। শুধু তাই নয়, ওই ঘটনায় থানাতে লিখিত অভিযোগও দায়ের করেছে ওই পাত্রী ও তাঁর পরিবার। মঙ্গলবার মালদহের মানিকচকে নাজিরপুরের হরিপুরে ওই ঘটনা ঘটেছে।
পাত্রী মিনু মণ্ডল ওই ঘটনায় মানিকচক ও মালদহ মহিলা থানায় পাত্রের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ১২ মার্চ তাঁর বিয়ে ঠিক হয়েছিল। রতুয়ার এক ব্যক্তির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। পাত্রীর পরিবারের অভিযোগ, আগেই তিন লক্ষ টাকা পণ বাবদ দেওয়া হয়েছিল। তারপরেও গত ৭ মার্চ আর্শীবাদের দিন পাত্র আরও দু’লক্ষ টাকা দাবি করে। গোটা ঘটনার জেরে পাত্রী বিয়ে করতে অস্বীকার করে শুধু তাই নয় থানাতে এনিয়ে অভিযোগ করার সিদ্ধান্ত নেয়।
ফলে মঙ্গলবার ওই বিয়ে হয়নি। এদিনই পাত্রীর পরিবার পণ বাবদ দেওয়া টাকা ফেরতের দাবিতে থানায় অভিযোগ করেছে। পাত্রীর বাবা সুবল মণ্ডল বলেন, সব জমি জায়গা বিক্রি করে পণের টাকা জোগাড় করেছিলাম। সেই টাকা ওদের দিয়েছিলাম। কিন্তু আরও টাকার দাবি করাতে বিয়ে ভেঙে দিতে হয়েছে। কিন্তু ওরা টাকা ফেরত দিচ্ছে না। এনিয়ে অভিযোগ করেছি। মানিকচক থানার পুলিস জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগ থাকলে পদক্ষেপ করা হবে।